হোম > সারা দেশ > রাজশাহী

রাবিতে উচ্চ স্বরে কথা বলা নিয়ে সংঘর্ষে আহত ৩ 

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) খেলার সময় উচ্চ স্বরে কথা বলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। তাঁদের একজন বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে, অন্য দুজন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মতিহার হলের গেমস রুমে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও মতিহার হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল ইসলাম, ফাইন্যান্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শেখ উৎস ও হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও মতিহার হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরেফিন তানভীর। আরিফুল ও উৎস রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, মতিহার হলের গেমস রুমে ক্যারম বোর্ড ও টেবিল টেনিস খেলার সময় উচ্চ স্বরে কথা বলাকে কেন্দ্র করে আরিফুল ও উৎসের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে উৎস আরিফুলকে মারার জন্য লোহার রড নিয়ে আসেন। পরে উভয়েই সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে আরিফুল ও উৎসের মাথায় এবং আরিফুলের পক্ষের তানভীরের পায়ে আঘাত লাগে। আহত অবস্থায় উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের রামেক হাসপাতালে স্থানান্তর করেন। 

এ বিষয়ে মতিহার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক নজরুল ইসলাম বলেন, ‘হল প্রশাসন এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করবে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর আমরা জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’ 

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এম তারেক নূর বলেন, ‘আহত দুই শিক্ষার্থীকে রামেক হাসপাতালে ভর্তি করিয়েছি। তাঁর খোঁজ রাখছি। তদন্ত কমিটিও গঠন করা হবে। ইতিহাস ও ফাইন্যান্স বিভাগের শিক্ষকেরা আজ মঙ্গলবার আলোচনায় বসবেন। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে।’

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক