হোম > সারা দেশ > রাজশাহী

রাবিতে উচ্চ স্বরে কথা বলা নিয়ে সংঘর্ষে আহত ৩ 

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) খেলার সময় উচ্চ স্বরে কথা বলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। তাঁদের একজন বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে, অন্য দুজন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মতিহার হলের গেমস রুমে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও মতিহার হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল ইসলাম, ফাইন্যান্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শেখ উৎস ও হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও মতিহার হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরেফিন তানভীর। আরিফুল ও উৎস রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, মতিহার হলের গেমস রুমে ক্যারম বোর্ড ও টেবিল টেনিস খেলার সময় উচ্চ স্বরে কথা বলাকে কেন্দ্র করে আরিফুল ও উৎসের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে উৎস আরিফুলকে মারার জন্য লোহার রড নিয়ে আসেন। পরে উভয়েই সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে আরিফুল ও উৎসের মাথায় এবং আরিফুলের পক্ষের তানভীরের পায়ে আঘাত লাগে। আহত অবস্থায় উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের রামেক হাসপাতালে স্থানান্তর করেন। 

এ বিষয়ে মতিহার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক নজরুল ইসলাম বলেন, ‘হল প্রশাসন এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করবে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর আমরা জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’ 

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এম তারেক নূর বলেন, ‘আহত দুই শিক্ষার্থীকে রামেক হাসপাতালে ভর্তি করিয়েছি। তাঁর খোঁজ রাখছি। তদন্ত কমিটিও গঠন করা হবে। ইতিহাস ও ফাইন্যান্স বিভাগের শিক্ষকেরা আজ মঙ্গলবার আলোচনায় বসবেন। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে।’

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত