হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে মাদকবিরোধী সাইকেল স্টান্ট শো

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী    

রাজশাহীতে সাইকেল স্ট্যান্ট শো। ছবি: আজকের পত্রিকা

‘গড়ি দুরন্ত বাংলাদেশ, সাইকেলে চলি, সবুজের কথা বলি, মাদকমুক্ত বাংলাদেশ গড়ি’—এই স্লোগানে রাজশাহীতে মাদকবিরোধী সাইকেল স্টান্ট শো হয়েছে। আজ শুক্রবার বিকেলে রাজশাহীর হজরত শাহমখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সামনে এই স্টান্ট শোর আয়োজন করা হয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ও রাউন্ড টেবিল বাংলাদেশ এ আয়োজন করে। তাতে সহযোগিতা করে ‘দুরন্ত বাইসাইকেল’। সাইকেল স্টান্ট শোতে ০.৬ গ্রেভিটি রাইডারের ১০০ সদস্য সাইকেল নিয়ে বিভিন্ন স্ট্যান্ট প্রদর্শন করেন। তা দেখে মুগ্ধ হন দর্শকেরা।

প্রধান অতিথি হিসেবে স্টান্ট শো উপভোগ করেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত বাইসাইকেল চালানোর ওপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন। পাশাপাশি যুবসমাজকে তিনি মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান।

রাজশাহীতে সাইকেল স্ট্যান্ট শো। ছবি: আজকের পত্রিকা

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাউন্ড টেবিল বাংলাদেশের সাবেক জাতীয় সভাপতি ও সাইকেল স্টান্ট শো কমিটির প্রধান সমন্বয়ক এজাজ মাহমুদ রনি। উপস্থিত ছিলেন আরএমপির বোয়ালিয়া ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) অনির্বাণ চাকমা, আরএফএল বাইকের হেড অব মার্কেটিং শরিফুল ইসলাম, ব্র্যান্ড ম্যানেজার খন্দকার আরিফ হোসেন, রাউন্ড টেবিল বাংলাদেশের জাতীয় সভাপতি সিফাত উদ্দিন বেগ ও ঢাকা রাউন্ড টেবিল-১-এর সভাপতি মাহমুদ আল-ওয়াহিদ ইসাদ।

পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব