হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে মাদকবিরোধী সাইকেল স্টান্ট শো

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী    

রাজশাহীতে সাইকেল স্ট্যান্ট শো। ছবি: আজকের পত্রিকা

‘গড়ি দুরন্ত বাংলাদেশ, সাইকেলে চলি, সবুজের কথা বলি, মাদকমুক্ত বাংলাদেশ গড়ি’—এই স্লোগানে রাজশাহীতে মাদকবিরোধী সাইকেল স্টান্ট শো হয়েছে। আজ শুক্রবার বিকেলে রাজশাহীর হজরত শাহমখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সামনে এই স্টান্ট শোর আয়োজন করা হয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ও রাউন্ড টেবিল বাংলাদেশ এ আয়োজন করে। তাতে সহযোগিতা করে ‘দুরন্ত বাইসাইকেল’। সাইকেল স্টান্ট শোতে ০.৬ গ্রেভিটি রাইডারের ১০০ সদস্য সাইকেল নিয়ে বিভিন্ন স্ট্যান্ট প্রদর্শন করেন। তা দেখে মুগ্ধ হন দর্শকেরা।

প্রধান অতিথি হিসেবে স্টান্ট শো উপভোগ করেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত বাইসাইকেল চালানোর ওপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন। পাশাপাশি যুবসমাজকে তিনি মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান।

রাজশাহীতে সাইকেল স্ট্যান্ট শো। ছবি: আজকের পত্রিকা

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাউন্ড টেবিল বাংলাদেশের সাবেক জাতীয় সভাপতি ও সাইকেল স্টান্ট শো কমিটির প্রধান সমন্বয়ক এজাজ মাহমুদ রনি। উপস্থিত ছিলেন আরএমপির বোয়ালিয়া ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) অনির্বাণ চাকমা, আরএফএল বাইকের হেড অব মার্কেটিং শরিফুল ইসলাম, ব্র্যান্ড ম্যানেজার খন্দকার আরিফ হোসেন, রাউন্ড টেবিল বাংলাদেশের জাতীয় সভাপতি সিফাত উদ্দিন বেগ ও ঢাকা রাউন্ড টেবিল-১-এর সভাপতি মাহমুদ আল-ওয়াহিদ ইসাদ।

মৎস্যজীবী পরিচয়ে পুকুর ইজারা যুবলীগ নেতার

সেলিম রেজার মনোনয়নে কনকচাঁপার ‘আলহামদুলিল্লাহ’

কণ্ঠশিল্পী কনকচাঁপা বাদ, বিএনপির মনোনয়ন পেলেন সেলিম

ঈশ্বরদীর মা কুকুরকে দেওয়া হলো দুই ছানা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষককে বরখাস্ত, পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার

রাজশাহীতে ট্রাকচাপায় শিশু নিহত, মহাসড়ক অবরোধ

রাজশাহীর রাজবাড়ি ভাঙার কাজ বন্ধ করল প্রশাসন

সাংবাদিকদের তালাবদ্ধ রাখার হুমকি দেওয়া যুবশক্তির দুই নেতাকে অব্যাহতি

রাজশাহীর ১১ পয়েন্টে পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল

রাজশাহীতে গুঁড়িয়ে দেওয়া হলো রাজবাড়ী