হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুরে নৈশকোচ ও অটোভ্যানের সংঘর্ষে আহত ৭

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের চৌডালা-কানসাট সড়কে ঢাকাগামী নৈশকোচ ও ব্যাটারচালিত অটো ভ্যানের সংঘর্ষে ভ্যানের সাত যাত্রী গুরুতর আহত হয়েছেন। 

এদের মধ্যে আশঙ্কাজনক চারজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। 

গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে চৌডালা বেলালবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা শিবগঞ্জ উপজেলার লহলামারি চাঁদপুর গ্রাম থেকে অটোভ্যানে করে পার্শ্ববর্তী এলাকায় কীর্তন গান শুনতে যাচ্ছিলেন। 

আহতরা হলেন চাঁদপুর গ্রামের নবকুমার দাসের ছেলে প্রসেনজিত দাস (১৫), রতন হালদারের ছেলে জীবন হালদার (১৪), ভীরেন ঘোষের ছেলে রিপন ঘোষ (১৮), রমেশ ঘোষের ছেলে প্রসেনজিৎ ঘোষ (১৬), নেপাল ঘোষের ছেলে গৌড় ঘোষ (১১), নিতাই ঘোষ (১৪) ও দুর্জয় ঘোষ (১২)। 

ভ্যানচালক নিতাই ঘোষ ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে লহলামারি চাঁদপুর গ্রামের বাসিন্দারা কীর্তন গান শোনার জন্য ব্যাটারিচালিত অটোভ্যানে চড়ে যাচ্ছিলেন। পথে চৌডালা ইউনিয়নের বেলালবাজার নামক স্থানে এলে ভোলাহাট উপজেলা থেকে ছেড়ে আসা ঢাকাগামী নৈশকোচের সঙ্গে ভ্যানের সংঘর্ষ হয়। এতে ভ্যানের সাত যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের দ্রুত উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। 

সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত চারজন প্রসেনজিত দাস, জীবন হালদার, রিপন ঘোষ ও প্রসেনজিৎ ঘোষকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠিয়ে দেন। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেন। 

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনায় আহতরা চিকিৎসা নিচ্ছেন। পুলিশ চাঁপাই এক্সপ্রেস গাড়িটি জব্দ করেছে।’ 

রাজশাহী শহরের চার ফ্লাইওভার: কাজ শুরুর পর নকশা নিয়ে প্রশ্ন

হলফনামা বিশ্লেষণ: রাজশাহীর ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত

বিএনপি কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করতে গিয়ে দুই ঠিকাদার কারাগারে

ঈশ্বরদীতে রাতের খাবার খেয়ে ৩০ শ্রমিক হাসপাতালে

পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে টিকটকে স্ত্রী, কনস্টেবল প্রত্যাহার

চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার বিএনপির কর্মী

রাবি ক্যাম্পাসে শিক্ষকের গাড়ির ধাক্কায় পা ভাঙল ছাত্রীর

রাজশাহীতে কলার হাটে ট্রাক উল্টে মৃতের সংখ্যা বেড়ে ৫

স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রীর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’