হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

পুলিশ বউ পিটিয়ে কারাগারে কাউন্সিলর

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

পুলিশে কর্মরত স্ত্রীকে পেটানোর অভিযোগ উঠেছে নাচোল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হেলার উদ্দীনের বিরুদ্ধে। এ নিয়ে থানায় মামলা করেছেন বাঘা থানায় কর্মরত সহকারী উপপরিদর্শক (এএসআই) নাসরিন আক্তার।

আজ সোমবার সকালে পৌর এলাকার চেয়ারম্যানপাড়া মহল্লায় কাউন্সিলর হেলাল উদ্দীনের বাড়িতে মারধরের ঘটনা ঘটে। পরে বিকেলে আদালত কাউন্সিলরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ছয় বছর আগে নাচোল থানায় কর্মরত ছিলেন নাসরিন আক্তার। সেই সুবাদে পরিচয় হয় চেয়ারম্যানপাড়ার হেলাল উদ্দীনের সঙ্গে। পরিচয়ের সূত্রধরে প্রায় ছয় বছর আগে বিয়ে হয় নাসরিন আক্তারের। তাঁদের সংসারে দুটি সন্তানও রয়েছে। বর্তমানে নাসরিন আক্তার রাজশাহীর বাঘা থানায় কর্মরত রয়েছেন। সম্প্রতি ছুটি নিয়ে স্বামী হেলাল উদ্দীনের বাড়িতে বেড়াতে আসেন নাসরিন আক্তার। এর পর থেকেই যৌতুকসহ নানান বিষয় নিয়ে নির্যাতন করা হতো তাঁকে। এরই ধারাবাহিকতায় আজ সকালে স্ত্রীকে মারধর করে আহত করেন কাউন্সিলর। পরে জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে নাসরিন আক্তারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু রহমান বলেন, কাউন্সিলর হেলাল উদ্দীনের স্ত্রী পুলিশ কর্মকর্তা নাসরিন পুলিশের জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে তাঁকে উদ্ধারে সহায়তা চান। খবর পেয়ে থানার পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় আহত নাসরিন থানায় মামলা দায়ের করেছেন। দুপুরেই কাউন্সিলর হেলাল উদ্দীনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। পরে বিকেলে আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক