হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

বঙ্গবন্ধু সেতুতে ২২ কিলোমিটার যানজট

প্রতিনিধি, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) 

রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা। ঈদকে সামনে রেখে শেষ মুহূর্তে রাজধানী ছাড়ছেন অসংখ্য মানুষ। অন্যান্য দিনের চেয়ে আজ মঙ্গলবার মহাসড়কে দেখা গেছে যানবাহনের উপচে পড়া ভিড়। এতে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়ক থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত ২২ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। অপরদিকে, যানজটের সঙ্গে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। ফলে ট্রাক ও পিকআপ ভ্যানের যাত্রীদের কষ্ট কয়েক গুন বেড়ে গেছে। 

সরেজমিনে গিয়ে দেখা গেছে, সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়ক থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত ২২ কিলোমিটার যানজট রয়েছে। যানজটের সঙ্গে মুষলধারে বৃষ্টি হওয়ায় বিপাকে পড়েছেন ট্রাক ও পিকআপ ভ্যানের যাত্রীরা। ফলে যাত্রীরা ত্রিপল টানিয়ে তার নিচে জড়সড় হয়ে রয়েছেন। আবার অনেকে কাক ভেজা হয়ে দাঁড়িয়ে আছেন। 

বগুড়াগামী ট্রাক যাত্রী আব্দুস সালাম বলেন, ঢাকায় সামান্য বেতনে একটা কোম্পানিতে চাকরি করি। ছেলেমেয়েদের সঙ্গে ঈদ করতে বাড়িতে যাচ্ছি। অতিরিক্ত গাড়ি চাপ ও বৃষ্টি হওয়ায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে অনেকক্ষণ থেকে একই জায়গায় আটকায়ে আছি। এত কষ্ট করে বাড়িতে গিয়ে ঈদ করতে পারলেও খুশি। 

মাহমুদা খাতুন নামে আরেক যাত্রী বলেন, যানজট-বৃষ্টি সব মিলে খুব কষ্টের মধ্যে আছি। কখন যে বাড়িতে পৌঁছাবে বুঝতে পারছি না। 
 
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি শাহজাহান আলী বলেন, ঈদ যাত্রার শেষদিনে মহাসড়কে যানবাহন যাত্রীদের চাপ বেশি। যানবাহনের চাপে ধীর গতিতে গাড়ি চলছে। মাঝে মাঝে বিভিন্ন স্থানে যানজটের সৃষ্টি হচ্ছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ সব সময় মহাসড়কে কঠোরভাবে দায়িত্ব পালন করছেন। 

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর