রাজশাহীর গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম ও তানোর উপজেলা চেয়ারম্যান মো. লুৎফর হায়দার রশিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত পৃথকভাবে এই নির্দেশ দেন বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
দুদকের উপসহকারী পরিচালক মিনু আক্তার সুমি তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে মাদক কারবার, সন্ত্রাস, চাঁদাবাজি এবং বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এসব অভিযোগ দুদকে অনুসন্ধানাধীন রয়েছে। অনুসন্ধান কালের দুদক জানতে পেরেছে, তাঁরা দেশত্যাগ করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি হবে। এ কারণে তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা প্রয়োজন।