হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

উল্লাপাড়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোভ্যানের দুই যাত্রী নিহত

প্রতিনিধি, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আহত হয়েছেন আরও দুজন। আজ বুধবার সকাল ৭টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কে উপজেলার শ্রীকোলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন উল্লাপাড়া উপজেলার শ্রীকোলা গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে রুবেল হোসেন (২০) ও অহের মণ্ডলের ছেলে ফরজ আলী (৪৫)। ঘটনার পর থেকে ঢাকা-পাবনা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে কয়েক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা। এতে ঢাকা-পাবনা মহাসড়কের দুই লেনে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। 

স্থানীয় বাসিন্দা নান্নু মিয়া আজকের পত্রিকাকে জানান, সকালে ঈশ্বরদী ট্রান্সপোর্ট নামের একটি কাভার্ড ভ্যান শ্রীকোলা বাজারে এসে একটি অটোভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুইজন নিহত এবং দুইজন আহত হন। বেপরোয়াভাবে গাড়ি চলাচলের কারণে শ্রীকোলা মোড় এলাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা এড়ানোর জন্য এখানে জরুরি ভিত্তিতে ওভারপাসসহ রাস্তার দুই ধারে স্পিড ব্রেকারের প্রয়োজন।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, সকালে উল্লাপাড়া উপজেলার শ্রীকোলা পূর্বপাড়া এলাকা থেকে কয়েকজন যাত্রী নিয়ে ব্যাটারিচালিত একটি অটোভ্যান শ্রীকোলা মোড়ে এসে পৌঁছালে পাবনা থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান যাত্রীবাহী ওই ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। আহত হন চালকসহ আরও দুজন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। কাভার্ড ভ্যানটি জব্দ করা গেলেও চালক ও তাঁর সহযোগী পলাতক রয়েছেন। 

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান আলী আজকের পত্রিকাকে জানান, স্থানীয়দের সঙ্গে আলোচনা করে মহাসড়ক থেকে গাছের গুঁড়ি সরিয়ে ফেলা হয়েছে। ঢাকা-পাবনা মহাসড়কে যান চলাচল এখন স্বাভাবিক রয়েছে। 

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম