হোম > সারা দেশ > পাবনা

মধ্যরাতে ‘ঘুরতে বের হওয়া’ সিঙ্গাপুরপ্রবাসীর রক্তাক্ত লাশ মিলল রেললাইনে

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে রেললাইনের ওপর থেকে অঞ্জন কুমার সাহা (২৫) নামের সিঙ্গাপুরপ্রবাসী এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে শহরের রেলগেট লেভেল ক্রসিং এলাকা থেকে তাঁর রক্তাক্ত লাশ উদ্ধার করে ঈশ্বরদী রেলপুলিশ।

অঞ্জন সাহা শহরের পশ্চিম টেংরি পিয়ারাখালী এলাকার বাসিন্দা অনন্ত কুমার সাহার বড় ছেলে। গতকাল শনিবার মধ্যরাতে লোডশেডিং শুরু হলে বাড়ি থেকে ঘুরতে বের হন তিনি। পরে আজ সকালে রেললাইনের ওপর তাঁর লাশ পাওয়া যায়।

অঞ্জনের বাবা আজ দুপুরে অভিযোগ করেন, এটি স্বাভাবিক মৃত্যুর ঘটনা না। কোনো অপরাধী চক্র তাঁর ছেলেকে খুন করে রেললাইনের ওপর ফেলে রেখে গেছে। যা দেখে আত্মহত্যা মনে হতে পারে। তিনি এই ঘটনায় মামলা করবেন।

অনন্ত কুমার আরও বলেন, তাঁর ছেলে তিন মাসের ছুটিতে গত ১৬ এপ্রিল সিঙ্গাপুর থেকে বাড়ি এসেছেন। তাঁর বিয়ের কথাবার্তা চলছিল। শনিবার রাত ১২টা দিকে বিদ্যুতের লোডশেডিং শুরু হলে একটু ঘোরার কথা বলে বাড়ি থেকে বের হন অঞ্জন। কিন্তু রাতে আর বাড়ি ফেরেননি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কাজ করতে গেলে আজ সকাল সাড়ে ৮টার দিকে ফোনে ছেলের মৃত্যুর খবর পান তিনি। রেলপুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা হাসপাতাল মর্গে পাঠায়।

এ বিষয়ে জানতে চাইলে ঈশ্বরদী রেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, এটি আত্মহত্যা নাকি হত্যা তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার

বাঘায় অস্ত্র, গুলিসহ যুবক আটক

রাজশাহীতে তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে

রাজশাহীর ৬ আসন: দুই দলের ৮ প্রার্থীর ভরসা ধারের টাকা

গাড়িতে মিলল ৩৭ লাখ টাকা, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

রাজশাহীতে ৯ স্বতন্ত্র প্রার্থীর সবার মনোনয়নপত্র বাতিল

র‍্যাব পরিচয়ে কম্বল বিতরণের কথা বলে ৫ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

সিরাজগঞ্জে ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা