হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ২ বন্ধু হত্যায় মামলা, গ্রেপ্তার ৪ 

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ সদরে দুই বন্ধুকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। পুলিশ এ মামলায় চার আসামিকে গ্রেপ্তার করেছে। 

নিহত আলামিনের বড় ভাই হাবিবুর রহমান বাদী হয়ে গতকাল শনিবার রাতে মামলাটি করেন। এতে ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও সাত-আটজনকে আসামি করা হয়েছে। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ইছামতী গ্রামের মেরাজুল ইসলাম ও লোকমান খান এবং চকচণ্ডী গ্রামের সবুজ ও বাবু শেখ। তাঁদের মধ্যে মেরাজুল মামলার প্রধান আসামি। 

মেরাজুলকে আজ সকালে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। আর বাকি তিন আসামিকে গতকাল শনিবার রাতে সিরাজগঞ্জ সদরের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

নিহতরা হলেন ইছামতী গ্রামের ফরহাদ হোসেনের ছেলে আলামিন (৩৫) ও তাঁর বন্ধু একই গ্রামের ঠান্ডু শেখের ছেলে আল-আমিন শেখ (৩৫)। 

মামলার বিবরণ সূত্রে জানা যায়, ইছামতীর ফরহাদের পরিবারের সঙ্গে একই গ্রামের হায়দার আলীর পরিবারের জমি নিয়ে বিরোধ চলছে। এর জেরে গত বৃহস্পতিবার রাতে ফরহাদের ছেলে আলামিন ও তাঁর বন্ধু আল-আমিন শেখের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। হায়দারের ছেলে মেরাজুলসহ তাঁদের লোকজন এ হামলা চালায়। 

এতে ঘটনাস্থলেই আলামিনের মৃত্যু হয়। গুরুতর আহত আল-আমিন শেখকে প্রথমে সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার সকালে মারা যান। 

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, হত্যার ঘটনায় ৩১ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। ঢাকা ও সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চলছে।

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী