হোম > সারা দেশ > রাজশাহী

সাবেক এমপি তানভীর ইমামের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা আ. লীগ নেতার

সিরাজগঞ্জ প্রতিনিধি

কর্মসংস্থানের নামে ৬০ লাখ টাকা নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) তানভীর ইমামের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে উল্লাপাড়া থানার আমলি আদালতে মামলাটি করেন উপজেলার পূর্ণিমাগাতী ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক জিয়াউর রহমান।

তানভীর ইমাম প্রধানমন্ত্রীর সাবেক রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচ টি ইমামের ছেলে ও উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি।

মামলাটি তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করার জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন বিচারক কে এম শাহরিয়ার শহীদ বাপ্পী। আদালতের পেশকার স্বপন এ তথ্য নিশ্চিত করে বলেন, আগামী ২১ মার্চ মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে।

মামলার বাদী জিয়াউর রহমান বলেন, ‘টাকা ফেরত দেওয়ার জন্য একাধিকবার তাগাদা দিয়েও কাজ হয়নি। এ বিষয়ে প্রধানমন্ত্রী বরাবর তাঁর কার্যালয়ে একাধিকবার অভিযোগও দিয়েছি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে মামলা করেছি।’

এ বিষয়ে জানতে চাইলে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য তানভীর ইমাম আজকের পত্রিকাকে বলেন, ‘মামলার বিষয়টি আমি জানি না। মামলা কে করেছে, তাও জানি না। থ্যাংক ইউ।’ বলে ফোন কেটে দেন তিনি।

রাজশাহী শহরের চার ফ্লাইওভার: কাজ শুরুর পর নকশা নিয়ে প্রশ্ন

হলফনামা বিশ্লেষণ: রাজশাহীর ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত

বিএনপি কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করতে গিয়ে দুই ঠিকাদার কারাগারে

ঈশ্বরদীতে রাতের খাবার খেয়ে ৩০ শ্রমিক হাসপাতালে

পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে টিকটকে স্ত্রী, কনস্টেবল প্রত্যাহার

চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার বিএনপির কর্মী

রাবি ক্যাম্পাসে শিক্ষকের গাড়ির ধাক্কায় পা ভাঙল ছাত্রীর

রাজশাহীতে কলার হাটে ট্রাক উল্টে মৃতের সংখ্যা বেড়ে ৫

স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রীর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’