হোম > সারা দেশ > রাজশাহী

সাবেক এমপি তানভীর ইমামের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা আ. লীগ নেতার

সিরাজগঞ্জ প্রতিনিধি

কর্মসংস্থানের নামে ৬০ লাখ টাকা নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) তানভীর ইমামের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে উল্লাপাড়া থানার আমলি আদালতে মামলাটি করেন উপজেলার পূর্ণিমাগাতী ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক জিয়াউর রহমান।

তানভীর ইমাম প্রধানমন্ত্রীর সাবেক রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচ টি ইমামের ছেলে ও উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি।

মামলাটি তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করার জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন বিচারক কে এম শাহরিয়ার শহীদ বাপ্পী। আদালতের পেশকার স্বপন এ তথ্য নিশ্চিত করে বলেন, আগামী ২১ মার্চ মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে।

মামলার বাদী জিয়াউর রহমান বলেন, ‘টাকা ফেরত দেওয়ার জন্য একাধিকবার তাগাদা দিয়েও কাজ হয়নি। এ বিষয়ে প্রধানমন্ত্রী বরাবর তাঁর কার্যালয়ে একাধিকবার অভিযোগও দিয়েছি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে মামলা করেছি।’

এ বিষয়ে জানতে চাইলে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য তানভীর ইমাম আজকের পত্রিকাকে বলেন, ‘মামলার বিষয়টি আমি জানি না। মামলা কে করেছে, তাও জানি না। থ্যাংক ইউ।’ বলে ফোন কেটে দেন তিনি।

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী