হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

উল্লাপাড়ায় ট্রাকের ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যু

প্রতিনিধি, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) 

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় ট্রাকের ধাক্কায় দীপ কুমার ভৌমিক (২০) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৭টায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের উপজেলার সলঙ্গা থানার গোজা ব্রিজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত দীপ কুমার ভৌমিক (২০) সলঙ্গা থানার ভরমোহনী গ্রামের শ্রী বেষ্ট ভৌমিকের ছেলে। সে সলঙ্গা অনার্স কলেজের ছাত্র ছিলেন। 

স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিম জানান, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি হতে বের হয়ে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ২ নম্বর গোজা ব্রিজ হতে গাড়িতে ওঠার সময় পেছন থেকে ঢাকাগামী একটি ট্রাক ধাক্কা দেয়। এতে গুরুতর আহত দীপকে স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় তাঁর মৃত্যু হয়। কলেজ ছাত্র দীপের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, সকালে হাটিকুমরুল–বনপাড়া মহাসড়কের গোজা ব্রিজ নামক স্থানে অজ্ঞাত একটি ট্রাকের ধাক্কায় দীপ নামক এক যুবকের মৃত্যু হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর হয়েছে। ট্রাকটি কেউ শনাক্ত করতে না পারায় আটক করা সম্ভব হয়নি বলে তিনি জানান।

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত