হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

কামারখন্দে প্রতিবন্ধী যুবক হত্যার অভিযোগে বিক্ষোভ, এসিআই ফ্যাক্টরি বন্ধ

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

কামারখন্দ উপজেলার ভদ্রঘাটে এক প্রতিবন্ধী যুবক হত্যার অভিযোগে এসিআই ফুড ফ্যাক্টরির সামনে বিক্ষোভ করলে শনিবার সকালে ফ্যাক্টরিটি বন্ধ রাখা হয়। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাটে মো. শামীম (২৮) নামের এক প্রতিবন্ধী যুবককে হত্যার অভিযোগে এসিআই ফুড ফ্যাক্টরির সামনে বিক্ষোভ করেছেন নিহতের স্বজন ও স্থানীয়রা।

শনিবার সকাল ১১টার দিকে তারা ফ্যাক্টরির প্রধান ফটকের সামনে জড়ো হয়ে দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে অবস্থান নেন।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, শামীম হত্যায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হলে এসিআই ফুড ফ্যাক্টরির কার্যক্রম চালু করতে দেওয়া হবে না। নিহত শামীমের বোন রেশমা বলেন, `আমার ভাইকে যারা মেরেছে, তাদের বিচার না হওয়া পর্যন্ত এই ফ্যাক্টরি চলতে দেওয়া হবে না।’

পরে স্থানীয় বিএনপির সাবেক সভাপতি মির্জা আব্দুস সামাদ, অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ এবং পুলিশের আশ্বাসে বিক্ষোভকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন।

এসিআই ফ্যাক্টরির অ্যাডমিন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, বিক্ষোভ চলাকালে ফ্যাক্টরির গ্লাস, কম্পিউটারসহ বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করা হয়। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। সব কিছু মেরামত করতে কমপক্ষে সাত দিন সময় লাগবে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানান কামারখন্দ থানার এসআই আব্দুল হান্নান।

কামারখন্দ থানার মামলা তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আব্দুর রব বলেন, `লাশের মুখে পোড়া দাগ ছিলো। এ ছাড়া শরীরের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন পাওয়া গেছে। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। আশা করি দ্রুতই আসামি গ্রেপ্তার হবে।’

কামারখন্দ উপজেলার ভদ্রঘাটে এক প্রতিবন্ধী যুবক হত্যার অভিযোগে এসিআই ফুড ফ্যাক্টরির সামনে বিক্ষোভ করলে শনিবার সকালে ফ্যাক্টরিটি বন্ধ রাখা হয়। ছবি: আজকের পত্রিকা

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, নিহতের বাবা অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। তদন্ত চলছে।

এর আগে শুক্রবার দুপুরে এসিআই ফুড ফ্যাক্টরির পেছনের একটি ডোবা থেকে শামীমের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি কুটিরচর পশ্চিমপাড়া গ্রামের সাইফুল ইসলাম শেখের ছেলে। পরিবার জানায়, দুই দিন ধরে নিখোঁজ ছিলেন শামীম। সম্ভাব্য স্থানে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি।

মরদেহ উদ্ধারের খবরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতা এসিআই ফ্যাক্টরিতে ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগের চেষ্টা করে। স্থানীয়দের ধারণা, ফ্যাক্টরির কোনো কর্মচারী শামীমকে হত্যা করে ডোবায় ফেলে দিতে পারে।

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল