হোম > সারা দেশ > রাজশাহী

রামেকে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য আলাদা কাউন্টার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য আলাদা টিকিট কাউন্টার খুলেছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল। হাসপাতালের বহির্বিভাগে এই কাউন্টার চালু করা হয়। এর ফলে হাসপাতালে চিকিৎসা নিতে আসা এ জনগোষ্ঠীর সদস্যদের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে। এটিই দেশের সরকারি কোনো হাসপাতালে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য প্রথম পৃথক টিকিট কাউন্টার বলে জানা গেছে। 

আজ রোববার দুপুরে এই কাউন্টারের উদ্বোধন করেন সমাজসেবী শাহীন আকতার রেনী ও হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী। 

দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা বলেন, ‘আগে হাসপাতালের বহির্বিভাগে সাধারণ মানুষের সঙ্গে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে পদে পদে নানা বিড়ম্বনায় পড়তে হতো; বিশেষ করে ছেলেদের লাইনে দাঁড়ালে বলা হতো মেয়েদের লাইনে দাঁড়াতে, আর মেয়েদের লাইনে দাঁড়ালে বলা হতো ছেলেদের লাইনে দাঁড়তে। এ কারণে চরম বিব্রতকর অবস্থায় পড়তে হতো।’ তিনি আশা করেন, এখন থেকে তাঁরা আর এ ধরনের কোনো সমস্যায় পড়বেন না। 

এ সময় তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর অধিকার আদায়ের সংগঠন দিনের আলো হিজড়া সংঘের উপদেষ্টা শ্যামল কুমার ঘোষ, শরীফ সুমন, সাধারণ সম্পাদক সাগরিকা খান, সহসাধারণ সম্পাদক জয়িতা পলি, কোষাধ্যক্ষ জুলি, হিজড়া-গুরু হিরা খানসহ তৃতীয় লিঙ্গের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার