হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে পিস্তলসহ ১৩ মামলার আসামি গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে বিদেশি পিস্তলসহ ১৩ মামলার আসামি সারোয়ার জামান সুইটকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তিতে র‍্যাব এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার সারোয়ার জামান সুইট (৩৪) একজন শীর্ষ সন্ত্রাসী। তাঁর নামে ডাকাতি, অস্ত্র, অপহরণ, মাদক, চোরাই মালপত্র ক্রয়-বিক্রয়সহ বিভিন্ন ধরনের ১৩টি মামলা রয়েছে। 

র‍্যাব-৫-এর রাজশাহী মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গতকাল বুধবার রাত ১১টার দিকে উপর ভদ্রা এলাকায় অভিযান চালিয়ে সুইটকে গ্রেপ্তার করে। 

র‍্যাব আরও জানায়, রাজশাহী মহানগরীর উপর ভদ্রা এলাকার বাসিন্দা সুইটের কর্মকাণ্ডে এলাকার লোকজন সব সময় ভীতসন্ত্রস্ত থাকে। সুইট জেল থেকে ছাড়া পেয়ে আবার এলাকায় ত্রাস সৃষ্টি করার জন্য বাড়িতে অবৈধ অস্ত্র রেখেছে বলে জানতে পারে র‍্যাব। এ তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি দল তাঁর বাসায় তল্লাশি চালায়। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল ছাড়াও একটি ম্যাগাজিন, একটি চাকু এবং এক গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। 

এ সময় সুইটকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে অস্ত্র আইনে মামলা দিয়ে সুইটকে নগরীর বোয়ালিয়া থানায় সোপর্দ করা হয়েছে। দুপুরে পুলিশ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার বিএনপির কর্মী

রাবি ক্যাম্পাসে শিক্ষকের গাড়ির ধাক্কায় পা ভাঙল ছাত্রীর

রাজশাহীতে কলার হাটে ট্রাক উল্টে মৃতের সংখ্যা বেড়ে ৫

স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রীর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

ভেকু দিয়ে যুবক হত্যায় আরও একজন গ্রেপ্তার, এখনো অধরা বিএনপি নেতারা

রাজশাহীতে কলার হাটে উল্টে পড়ল বালুবাহী ট্রাক, নিহত ৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভ্যানচালক ফারুক হত্যা মামলার ৬ আসামি পালানোর সময় গ্রেপ্তার

সিরাজগঞ্জে ৯২৩ ভোটকেন্দ্রের ১৭৮টি ‘অধিক ঝুঁকিপূর্ণ’