রাজশাহীর চারঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়তি রানী কৈরী করোনায় আক্রান্ত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আশিকুর রহমান বলেন, গত শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন ইউএনও সৈয়দা সামিরা। রোববার পরীক্ষায় তাঁর করোনা পজিটিভ আসে। গত সোমবার নমুনা দেন সহকারী কমিশনার (ভূমি) নিয়তি রানী কৈরী। পরীক্ষা শেষে মঙ্গলবার সন্ধ্যায় তাঁর করোনা শনাক্ত হয়। বর্তমানে দুই কর্মকর্তা বাসায় আইসোলেশনে চিকিৎসাধীন আছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরা ও সহকারী কমিশনার (ভূমি) নিয়তি রানী কৈরী জানান, বাসায় থেকেই তাঁরা চিকিৎসা নিচ্ছেন। শারীরিকভাবে অনেক দুর্বল বোধ করছেন। এই দুই কর্মকর্তা সবার কাছে দোয়া চেয়েছেন এবং করোনা মোকাবিলায় সবাইকে সরকারি সিদ্ধান্ত ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহ্বান জানিয়েছেন।