হোম > সারা দেশ > রাজশাহী

লালপুরে ভোট কাটার চেষ্টায় এক কেন্দ্রের ৬৯টি ভোট বাতিল

লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে নৌকার প্রার্থীর সমর্থকেরা জোরপূর্বক ভোট কেটে নেওয়ার ঘটনায় ৬৯টি অবৈধ ভোট বাতিল করেছে প্রশাসন। আজ রোববার বেলা সোয়া ১টার দিকে গৌরীপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। 

প্রিজাইডিং কর্মকর্তা ও নর্থ বেঙ্গল সুগার মিলের সহকারী ব্যবস্থাপক (সম্প্রসারণ) শাহীন উদ্দিন বলেন, আজ বেলা সোয়া ১টার দিকে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী মো. আমিনুল ইসলাম জয়ের সঙ্গে তাঁর সমর্থকেরা ভোটকেন্দ্রের ৪ নম্বর কক্ষে প্রবেশ করেন। কোনো কিছু বোঝার আগেই সিল ও স্বাক্ষরবিহীন ব্যালট পেপারে জোরপূর্বক ভোট কেটে নিয়ে বাক্সে ঢোকানোর চেষ্টা করেন তাঁরা। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানীন দ্যুতি, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমানসহ প্রশাসনের লোকজন আসলে তাঁরা পালিয়ে যান। এখন সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। 

রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম চৌধুরী বলেন, ব্যালট পেপারে সিল ও স্বাক্ষর না থাকলে তা স্বাভাবিকভাবেই বাতিল বলে গণ্য হবে। এ ঘটনায় ৬৯টি ভোট বাতিল করা হয়েছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান বলেন, নৌকার সমর্থকেরা জোরপূর্বক ভোট কেটে নেওয়ার চেষ্টা করে পালিয়ে যায়। এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর