হোম > সারা দেশ > রাজশাহী

চার দিন পর রাজশাহী নগরীতে র‌্যাপিড টেস্ট শুরু

প্রতিনিধি, রাজশাহী

কিট সংকটে বন্ধ হয়ে যাওয়ার পর রাজশাহী নগরীতে আবারও করোনার র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট শুরু হয়েছে। গত বৃহস্পতিবার থেকে নগরীতে এই টেস্ট বন্ধ ছিল। সোমবার সকাল থেকে তা আবার শুরু হয়েছে।

এর আগে গত ৬ জুন থেকে সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় নগরীর কয়েকটি পয়েন্টে বিনা মূল্যে র‍্যাপিড টেস্ট শুরু হয়। এতে মানুষের মধ্যে ভালো সাড়াও পাওয়া যায়। তাই বুথের সংখ্যা পাঁচটি থেকে বাড়িয়ে ১০টি করা হয়। গত ১ জুলাই পর্যন্ত এসব বুথে ২০ হাজার মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে।

কিট সংকটে ১ জুলাই থেকে র‍্যাপিড টেস্ট বন্ধ হয়ে যায়। এরপর অনেকে টেস্ট করাতে গিয়েও ফিরে যান। তবে আজ ৫ জুলাই থেকে নগরীর ৮টি পয়েন্টে বুথ বসিয়ে এবং আরও দুটি ভ্রাম্যমাণ বুথে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট শুরু হয়েছে। বেলা ১১টায় নগরীর সাহেববাজার বড় মসজিদের সামনে গিয়ে দেখা যায়, একের পর এক মানুষ এসে নমুনা দিচ্ছেন। ১৫ মিনিটের মধ্যে তাঁরা ফলও জানতে পারছেন।

রাজশাহী সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বলেন, কিট না থাকার কারণে র‍্যাপিড টেস্ট বন্ধ হয়ে গিয়েছিল। তবে সিভিল সার্জনের কার্যালয় থেকে রোববার আরও চার হাজার কিট পাওয়া গেছে। এগুলো দিয়ে আজ থেকে টেস্ট শুরু হয়েছে। প্রয়োজনে আরও কিট পাওয়া যাবে।

তবে কিটের কোনো সংকট ছিল না বলে দাবি করেন সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার। তিনি বলেন, প্রচুর কিট আছে। কিটের কোনো সংকট নেই। উপজেলা পর্যায়ে টেস্ট একদিনের জন্যও বন্ধ হয়নি। শুধু সিটি করপোরেশন আগাম কিট নিতে চায়নি। তবে তাঁদের আরও চার হাজার কিট দেওয়া হয়েছে। এখন পরীক্ষাও শুরু হয়েছে। যত দিন প্রয়োজন, তত দিন কিট দেওয়া যাবে।

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার