হোম > সারা দেশ > রাজশাহী

গোদাগাড়ীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৬ 

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক-হেলপারসহ ৬ জন আহত হয়েছেন। আজ সোমবার সকাল সোয়া ৮টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের রেলগেট কসাইপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

আহতরা হলেন-চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চামা গ্রামের আশরাফুল ইসলাম (৪০), একই গ্রামের আবু বকর (২৫), মাজহারুল ইসলাম (৩৫), শিবগঞ্জ উপজেলা সদরের মো. কাওসার (২০), মো. ভুট্টু (৩৫) ও রবিউল ইসলাম (২৮)। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গোদাগাড়ী স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার খন্দকার আকবর আলী বলেন, আজ সকাল সোয়া ৮টার দিকে ইটবোঝাই ও সিমেন্ট ভর্তি দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই ট্রাকের চালক-হেলপারসহ ৬ জন আহত হন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। 

খন্দকার আকবর আলী আরও বলেন, ‘আহতদের মধ্যে রবিউল ইসলাম ট্রাকের ভেতরে আটকে ছিলেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা প্রায় ৩০ মিনিট চেষ্টার পর তাঁকে উদ্ধার করে। পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর দুটি পা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত অপর পাঁচজনকে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।’ 

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এ পর্যন্ত কেউ মারা যায়নি। তবে আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক।’ 

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার

বাঘায় অস্ত্র, গুলিসহ যুবক আটক

রাজশাহীতে তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে

রাজশাহীর ৬ আসন: দুই দলের ৮ প্রার্থীর ভরসা ধারের টাকা

গাড়িতে মিলল ৩৭ লাখ টাকা, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

রাজশাহীতে ৯ স্বতন্ত্র প্রার্থীর সবার মনোনয়নপত্র বাতিল

র‍্যাব পরিচয়ে কম্বল বিতরণের কথা বলে ৫ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

সিরাজগঞ্জে ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যুবককে নির্যাতন করে হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

‘ত্রুটিপূর্ণ হলফনামা’ দিয়েও বৈধ হলেন বিএনপির প্রার্থী