হোম > সারা দেশ > রাজশাহী

চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ২ 

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় পথরোধ করে চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ও মারধর এবং দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ১৪ লাখ ১০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ছিনতাই হওয়া টাকাসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে বলে জানানো হয়। 

পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। 

আজ সোমবার দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রাশিদুল হক। শনিবার রাতে জয়পুরহাট ও বগুড়া জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন—জয়পুরহাট জেলার কাশাবাড়িয়া এলাকার রফিকুল ইসলাম (৩৮) ও তেঘরবিশা এলাকার লিমন হোসেন মিন্টু (৩৩)। 

পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক বলেন, ‘গত বৃহস্পতিবার আব্দুল জব্বার নামে এক ব্যক্তি নজিপুর ইসলামী ব্যাংক শাখা থেকে ১৩ লাখ ৯০ হাজার টাকা তুলে মোটরসাইকেল চড়ে বাড়ি ফিরছিলেন। এ সময় মহাদেবপুর উপজেলার মাতাজী-মহাদেবপুর রাস্তার বেলট মোড়ে দুটি মোটরসাইকেল আরোহী অজ্ঞাত চার ব্যক্তি রাস্তায় আটকে আব্দুল জব্বারের চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে তাঁকে মারধর করে। এ সময় অস্ত্রের ভয় দেখিয়ে তাঁর ব্যাগে ও পকেটে থাকা ১৪ লাখ ১০ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায়। এ ঘটনায় ওই ব্যক্তি মহাদেবপুর থানায় মামলা করলে পুলিশ অভিযান পরিচালনার জন্য একটি টিম গঠন করে।’ 

এসপি আরও বলেন, ‘অভিযানের একপর্যায়ে গত শনিবার রাতে জয়পুরহাট ও বগুড়া জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ছিনতাই হওয়া ২ লাখ ৩০ হাজার টাকা। ছিনতাইয়ের টাকা দিয়ে কেনা স্বর্ণের চেন, দুল, ফ্রিজ ও মোবাইল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন আসামিরা। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন, মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার