হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

তাড়াশে চেয়ারম্যানের বাড়িতে ডাকাতির ঘটনায় মামলা

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্বাস উজ-জামানের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় বুধবার রাতে তাড়াশ থানায় ডাকাতির মামলা দায়ের করা হয়েছে। 

চেয়ারম্যান নিজেই বাদী হয়ে ১৫ থেকে ১৬ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে এ মামলা করেন। তাড়াশ থানার মামলা নম্বর ১৪, তারিখ ২৯ সেপ্টেম্বর, ২০২১। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১টার দিকে ডাকাতের দল চেয়ারম্যান আব্বাস উজ-জামানের বাড়িতে ঢুকে তাঁকে ও তাঁর বৃদ্ধ মা রমিছা বেওয়াকে পিস্তল ও চাকু ঠেকিয়ে জিম্মি করে। এ অবস্থায় বাড়ির সাতটি কক্ষের সাতটি আলমারি ও চারটি ট্রাংক ভেঙে ৪৩ ভরি ছয় আনা স্বর্ণালংকার, ২ লাখ ৪০ হাজার নগদ টাকা, তিনটি মোবাইল ফোনসেটসহ প্রায় ২৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি ফজলে আশিক বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর বুধবার রাতে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য এক ব্যক্তিকে থানায় নিয়ে এসেছে। আপাতত তদন্তের স্বার্থে তাঁর নাম-ঠিকানা প্রকাশ করা হচ্ছে না। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে। 

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক