হোম > সারা দেশ > রাজশাহী

ছাত্রদলের সমাবেশে ককটেল বিস্ফোরণে দুই পুলিশ সদস্য আহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ছাত্রদলের সমাবেশে ককটেল বিস্ফোরণে দুই পুলিশ সদস্য আহতের খবর পাওয়া গেছে। আজ রোববার বিকেলে উপজেলার শ্রীরামপুর এলাকার অক্সফোর্ড একাডেমি চত্বরে এ ঘটনা ঘটে। এ ছাড়া ঘটনাস্থল থেকে পাঁচটি তাজা ককটেল পাওয়া গেছে। আহত পুলিশ সদস্যরা হলেন, নাচোল থানার পুলিশ কনস্টেবল আলমগীর হোসেন ও পলাশ উদ্দীন। নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ সময় ওসি মিন্টু রহমান বলেন, ‘আজ বিকেলে পুলিশের অনুমতি ছাড়াই ছাত্রদল শ্রীরামপুর মাঠে কর্মী সভার আয়োজন করে। ঘটনাস্থলে যাওয়া মাত্রই পুলিশকে লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে তাঁরা। এ সময় পুলিশ লাঠিপেটা করলে ছত্রভঙ্গ হয়ে যায় ছাত্রদল কর্মীরা। পরে তল্লাশি চালিয়ে অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ছাত্রদল নেতা-কর্মীদের হামলায় দুজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

এ নিয়ে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাসান ইমতিয়াজ জানান, ‘আগামী ৩ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় সমাবেশ সফল করার জন্য ছাত্রদলের কর্মীরা প্রস্তুতি সভার আয়োজন করে। সমাবেশ শুরুর আগেই ছাত্রদল কর্মীরা ঘটনাস্থল থেকে চলে যায়।’ 

এ বিষয়ে নাচোল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব আবু তাহের খোকন বলেন, পুলিশ বিনা উসকানিতে জমায়েত হওয়ার আগেই ছাত্রদলের নেতা-কর্মীদের ধাওয়া করে সভা পণ্ড করে দেয়। আর ককটেল উদ্ধার বা বিস্ফোরণের ঘটনাটি সম্পূর্ণ বানোয়াট।’

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত