চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ছাত্রদলের সমাবেশে ককটেল বিস্ফোরণে দুই পুলিশ সদস্য আহতের খবর পাওয়া গেছে। আজ রোববার বিকেলে উপজেলার শ্রীরামপুর এলাকার অক্সফোর্ড একাডেমি চত্বরে এ ঘটনা ঘটে। এ ছাড়া ঘটনাস্থল থেকে পাঁচটি তাজা ককটেল পাওয়া গেছে। আহত পুলিশ সদস্যরা হলেন, নাচোল থানার পুলিশ কনস্টেবল আলমগীর হোসেন ও পলাশ উদ্দীন। নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ সময় ওসি মিন্টু রহমান বলেন, ‘আজ বিকেলে পুলিশের অনুমতি ছাড়াই ছাত্রদল শ্রীরামপুর মাঠে কর্মী সভার আয়োজন করে। ঘটনাস্থলে যাওয়া মাত্রই পুলিশকে লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে তাঁরা। এ সময় পুলিশ লাঠিপেটা করলে ছত্রভঙ্গ হয়ে যায় ছাত্রদল কর্মীরা। পরে তল্লাশি চালিয়ে অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ছাত্রদল নেতা-কর্মীদের হামলায় দুজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে নাচোল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব আবু তাহের খোকন বলেন, পুলিশ বিনা উসকানিতে জমায়েত হওয়ার আগেই ছাত্রদলের নেতা-কর্মীদের ধাওয়া করে সভা পণ্ড করে দেয়। আর ককটেল উদ্ধার বা বিস্ফোরণের ঘটনাটি সম্পূর্ণ বানোয়াট।’