হোম > সারা দেশ > রাজশাহী

ধুনটে স্বাস্থ্য কেন্দ্রের স্টাফ কোয়ার্টারে অগ্নিসংযোগ, সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

ধুনট (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের আবাসিক কক্ষে অগ্নিসংযোগের অভিযোগে করা মামলায় এক সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার বিকেলে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাঁকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার রাত প্রায় ৩টার দিকে এলাঙ্গী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের আবাসিক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বাবলু মন্ডলকে (৩৮) উপজেলার ছোট এলাঙ্গী গ্রামের আব্দুর রশিদের ছেলে ও এলাঙ্গী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য।

মামলা সূত্রে জানা গেছে, এলাঙ্গী গ্রামের মজিবর মন্ডলের স্ত্রী মর্জিনা খাতুন প্রায় ২ বছর ধরে দৈনিক মজুরিতে এলাঙ্গী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে পরিচ্ছন্নতা কর্মীর কাজ করেন। শনিবার রাতে ওই স্বাস্থ্য কেন্দ্রের আবাসিকের একটি কক্ষে ঘুমিয়ে পড়েন তিনি। রাত প্রায় আড়াইটার দিকে বাবলু মন্ডল ওই আবাসিকের সীমানা প্রাচীর টপকে ভেতর প্রবেশ করে মর্জিনার কক্ষের দরজা ভাঙচুরের চেষ্টা চালায়।

মর্জিনা খাতুন প্রাণভয়ে কৌশলে পেছনের দরজা দিয়ে ওই কক্ষ থেকে পালিয়ে গিয়ে পাশের বাড়িতে আশ্রয় নেয়। এ সময় ক্ষুব্ধ হয়ে ওই কক্ষের ভেতর অগ্নিসংযোগ করে বাবলু মন্ডল। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কক্ষের আগুন নিয়ন্ত্রণের সময় বাবলু মন্ডলকে গ্রেপ্তার করে। এ ঘটনায় এলাঙ্গী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি চিকিৎসক কর্মকর্তা আফরোজ হায়দার বাদী হয়ে বাবলু মন্ডলের বিরুদ্ধে থানায় মামলা করেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান বলেন, স্বাস্থ্য কেন্দ্রে অগ্নিসংযোগের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে বাবলু মন্ডলকে কারাগারে পাঠানো হয়েছে।

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল