হোম > সারা দেশ > রাজশাহী

ধর্ষণ মামলার বাদীর হামলায় হাসপাতালের নার্স-আয়া আহত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) থেকে ধর্ষণ মামলার এক বাদী গ্লাস ভেঙে কর্তব্যরত নার্সের ওপর হামলা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করার অভিযোগ উঠেছে। এতে নার্স ও আয়া আহত হয়েছেন। এই নারী রাজশাহীর তানোর থানার একটি ধর্ষণ মামলার বাদী। হাসপাতাল থেকে তাঁকে সংশ্লিষ্ট থানা-পুলিশে সোপর্দ করা হয়েছে। 

ওসিসি থেকে জানা গেছে, আজ বুধবার সকাল ১০টার দিকে এক নারী ওসিসি থেকে বের হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় কর্তব্যরত সিনিয়র স্টাফ নার্স মালবিকা উম্মে লতা তাঁকে আটকানোর চেষ্টা করলে ওই নারী টেবিলের ওপরে থাকা একটি গ্লাস ভেঙে কাচের টুকরো দিয়ে মালাবিকার ওপর হামলা চালান। পাশে আরেকজন আয়া ছিলেন। তিনি এগিয়ে এলে তাঁকেও হামলা করেন। 

হামলায় নার্স-আয়া আহত হয়েছেন। তাঁদের ডাকে কর্তব্যরত আনসার সদস্যরা এসে ওই নারীকে আটক করেন। আহত নার্স ও আয়াকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। খবর দেওয়া হলে তানোর থানা-পুলিশ এসে তাঁকে নিয়ে যান বলে ওসিসি থেকে জানা গেছে। 

জানতে চাইলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ বলেন, ‘ওই নারী আক্রমণাত্মক আচরণ করেছেন। তাঁর শারীরিক পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। তার প্রতিবেদন পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই নারী বলেছেন, তাঁর ওসিসিতে থাকতে নাকি ভালো লাগছিল না। এই জন্য তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন।’

ওই নারীকে তানোর থানার একটি ধর্ষণ মামলায় ভুক্তভোগী হিসেবে গতকাল মঙ্গলবার ওসিসিতে ভর্তি করা হয়। ইতিমধ্যে তাঁর শারীরিক পরীক্ষা করা হয়েছে। ওই নারী বিবাহিত। ইতিমধ্যে পুলিশ ওই ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তার করেছে। গত শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে আসামি ওই গৃহবধূর বাড়িতে ঢুকে ধর্ষণ করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। 

গত রোববার ওই গৃহবধূ নিজেই বাদী হয়ে তানোর থানায় একটি মামলা দায়ের করেন। গত সোমবার বিকেলে মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়। পরের দিন গৃহবধূকে শারীরিক পরীক্ষার জন্য ওসিসিতে পাঠানো হয় বলে পুলিশ জানায়। 

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, সোমবার দুপুরে ওই নারী তানোর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। ওই দিন বিকেলে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ওসিসি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টার ব্যাপারে জানতে চাইলে ওসি বলেন, ‘খোঁজ নিয়ে জেনে তারপরে বলতে পারব।’

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড