হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে নারীর যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি

হেরোইন রাখার দায়ে সিরাজগঞ্জে নিলা ওরফে কনা (২৯) নামের এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এই দণ্ড দেন। 

দণ্ডপ্রাপ্ত নিলা ওরফে কনা চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের বড়বাগডাঙ্গা গিধনীপাড়া গ্রামের মজিবুরের মেয়ে। 

জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। 

মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, ২০১৮ সালের ৩ আগস্ট রাতে সিরাজগঞ্জের সলঙ্গা থানার রাজশাহী-ঢাকা মহাসড়কের চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায় সিরাজগঞ্জ র‍্যাব-১২ এর সদস্যরা। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী ন্যাশনাল ট্রাভেলসে তল্লাশি চালানোর সময় বাস যাত্রী নিলার ভ্যানিটি ব্যাগের মধ্যে থেকে ১৪৮ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এ সময় নিলাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। 

এ ঘটনায় র‍্যাব-১২ এর ডিএডি ইউনুছ আলী বাদী হয়ে সলঙ্গা থানায় মামলা দায়ের করেন। মামলা চলাকালে ৮ জন সাক্ষীর সাক্ষ্য নেন আদালত। সাক্ষ্য গ্রহণ শেষে আজ আদালত নিলাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার