হোম > সারা দেশ > রাজশাহী

 রাজশাহীতে অন্যের ভোট দিতে গিয়ে যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে অন্যর ভোট দিতে গিয়ে এক যুবক পুলিশের হাতে আটক হয়েছেন। ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা তাঁকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন। আজ রোববার দুপুরে রাজশাহীর বাঘা উপজেলার খাগড়বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অন্যর ভোট দিতে যান তিনি। 

আটক যুবকের নাম মো. মহিবুল (৩০)। তিনি রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের আওয়ামী লীগের প্রার্থী শাহরিয়ার আলমের সমর্থক। মহিবুল নৌকা প্রতীকে জাল ভোট দিতে গিয়েছিলেন বলে অভিযোগ এ আসনের আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হকের। 

খাগড়বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার সাওদ উল হক জানান, তিনি অভিযোগ পান যে একজনের ভোট অন্যজন দিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে সহকারী প্রিসাইডিং অফিসারদের সতর্ক করা হয়। দুপুরে মহিবুল অন্যজনের ভোট দিতে এলে তাঁকে আটক করা হয়। এরপর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। 

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সারা দিন তিনি থানার বাইরে আছেন। এই যুবককে থানায় নেওয়ার বিষয়টি তিনি শুনেছেন। থানায় ফিরে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহী শহরের চার ফ্লাইওভার: কাজ শুরুর পর নকশা নিয়ে প্রশ্ন

হলফনামা বিশ্লেষণ: রাজশাহীর ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত

বিএনপি কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করতে গিয়ে দুই ঠিকাদার কারাগারে

ঈশ্বরদীতে রাতের খাবার খেয়ে ৩০ শ্রমিক হাসপাতালে

পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে টিকটকে স্ত্রী, কনস্টেবল প্রত্যাহার

চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার বিএনপির কর্মী

রাবি ক্যাম্পাসে শিক্ষকের গাড়ির ধাক্কায় পা ভাঙল ছাত্রীর

রাজশাহীতে কলার হাটে ট্রাক উল্টে মৃতের সংখ্যা বেড়ে ৫

স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রীর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’