হোম > সারা দেশ > রাজশাহী

 রাজশাহীতে অন্যের ভোট দিতে গিয়ে যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে অন্যর ভোট দিতে গিয়ে এক যুবক পুলিশের হাতে আটক হয়েছেন। ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা তাঁকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন। আজ রোববার দুপুরে রাজশাহীর বাঘা উপজেলার খাগড়বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অন্যর ভোট দিতে যান তিনি। 

আটক যুবকের নাম মো. মহিবুল (৩০)। তিনি রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের আওয়ামী লীগের প্রার্থী শাহরিয়ার আলমের সমর্থক। মহিবুল নৌকা প্রতীকে জাল ভোট দিতে গিয়েছিলেন বলে অভিযোগ এ আসনের আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হকের। 

খাগড়বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার সাওদ উল হক জানান, তিনি অভিযোগ পান যে একজনের ভোট অন্যজন দিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে সহকারী প্রিসাইডিং অফিসারদের সতর্ক করা হয়। দুপুরে মহিবুল অন্যজনের ভোট দিতে এলে তাঁকে আটক করা হয়। এরপর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। 

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সারা দিন তিনি থানার বাইরে আছেন। এই যুবককে থানায় নেওয়ার বিষয়টি তিনি শুনেছেন। থানায় ফিরে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক