সংবাদ প্রকাশের জেরে দৈনিক বাংলার সাংবাদিকের বিরুদ্ধে কক্সবাজারে মামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)।
আজ বুধবার সকালে এক বিবৃতিতে আরইউজে নেতৃবৃন্দ অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
বিবৃতিতে আরইউজের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক তানজিমুল হক বলেন, ‘সংবাদ প্রকাশের কারণে দৈনিক বাংলার বিশেষ প্রতিনিধি আরিফুজ্জামান তুহিনের বিরুদ্ধে কক্সবাজারের আদালতে শফিউল্লাহ শফি নামে এক ব্যক্তি মানহানির মামলা করেছেন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
এতে আরও বলা হয়, সরকারের বিভিন্ন সংস্থার করা ইয়াবা পাচারকারীদের নতুন খসড়া তালিকার ওপর ভিত্তি করে গত ৬ জানুয়ারি দৈনিক বাংলা পত্রিকায় ‘২৫৫ জনের তালিকায় বদির কেউ নেই’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, সরকারের বেশ কয়েকটি সংস্থা ইয়াবা পাচারকারী ২৫৫ জনের যে তালিকা করেছে, তাতে ৩ নম্বরে আছে শফিউল্লাহ শফির নাম।