হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে প্রকল্প কর্মকর্তা-স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি  

আবুল কালাম আজাদ, স্ত্রী মর্জিনা খাতুন ও ছেলে ফজলে রাব্বি রিয়ন। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবুল কালাম আজাদ ও তাঁর স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করেছে। অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে তাঁদের বিরুদ্ধে পৃথক মামলা করা হয়।

আজ মঙ্গলবার দুপুরে দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর বাদী হয়ে পিআইও আবুল কালাম আজাদ ও তাঁর স্ত্রী মর্জিনা খাতুন এবং ছেলে ফজলে রাব্বি রিয়নের বিরুদ্ধে এ মামলা করেন। আসামিরা বর্তমানে পাবনা সদর হাসপাতাল রোডে বসবাস করছেন। তাঁরা সুজানগর উপজেলার হাসামপুর গ্রামের বাসিন্দা।

আবুল কালাম আজাদের বিরুদ্ধে করা মামলার এজাহারে উল্লেখ করা হয়, সিরাজগঞ্জের শাহজাদপুরে কর্মরত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ দুদকে দাখিল করা বিবরণীতে ৯ লাখ ৪২ হাজার ২৪০ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করেছেন। এ ছাড়া ১ কোটি ৩২ লাখ ৪৬ হাজার ৭৯৮ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক ভোগদখলে রেখেছেন; যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এ শাস্তিযোগ্য অপরাধ। এ কারণে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মর্জিনা খাতুনের মামলার এজাহারে উল্লেখ করা হয়, স্বামী আবুল কালাম আজাদের ১ কোটি ৫৬ লাখ ৮৩ হাজার ৪৮৩ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনপূর্বক ভোগদখলে রেখেছেন এবং জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনে স্বামীকে প্রত্যক্ষভাবে সহায়তা করেছেন; যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭ (১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ। যে কারণে স্বামী ও স্ত্রী—উভয়ের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ফজলে রাব্বি রিয়নের মামলায় উল্লেখ করা হয়, বাবার অবৈধ আয় দিয়ে ১ কোটি ১৫ লাখ ৩৬ হাজার ৯৪১ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনপূর্বক ভোগদখলে রেখেছেন এবং জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনে প্রত্যক্ষভাবে পিতাকে সহায়তা করেছেন রিয়ন। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭ (১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় এটি শাস্তিযোগ্য অপরাধ। যে কারণে বাবা ও ছেলে—উভয়ের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

শাহজাদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘দুদক থেকে আমাকে নোটিশ করা হয়েছিল। আমি সম্পদের বিবরণ দাখিল করেছি। মামলার কথা শুনেছি। কিন্তু কাগজপত্র হাতে পাইনি।’

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার