হোম > সারা দেশ > বগুড়া

শাজাহানপুরে যৌথ বাহিনীর অভিযানে আওয়ামী লীগ নেতা অস্ত্রসহ গ্রেপ্তার

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শাজাহানপুরে ইমদাদুল হক ওরফে এমাদুর (৩৫) নামে এক আওয়ামী লীগ নেতা অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার হয়েছেন। গতকাল বুধবার রাত ২টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে উপজেলার আমরুল ইউনিয়নের ফুলকোট বামনদীঘি গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। 

এ সময় এমাদুরের কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে, কার্তুজের পাইপগান জাতীয় একটি দেশীয় পিস্তল, চারটি রাইফেলের গুলি, দুটি পিস্তলের গুলি ও তিনটি হাঁসুয়া। তাঁর কাছে আরও অস্ত্র থাকতে পারে বলে দাবি করেছে এলাকাবাসী।

ওই গ্রামের বাসিন্দা আসিফ সরকার বলেন, ‘পূর্বশত্রুতার জেরে গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় এমাদুর আমার বাড়িতে হামলা চালায়। এ সময় আমার বাড়ির প্রধান গেটে পিস্তল দিয়ে গুলি করে। একই দিন মেহেদুলসহ কয়েকজনকে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। এমাদুরের কাছে আরও অস্ত্র থাকতে পারে। সেসব উদ্ধার করা জরুরি।’

আমরুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছানাউল হক বলেন, ‘গ্রেপ্তার এমাদুর আমরুল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি আমার গ্রুপে আমার সঙ্গেই রাজনীতি করতেন।’

এ বিষয়ে জানতে চাইলে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম আজকের পত্রিকাকে বলেন, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে এমাদুরকে গ্রেপ্তার করা হয়েছে। অস্ত্র আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি