হোম > সারা দেশ > রাজশাহী

বাঁশবাগানে কিশোর ছেলের মরদেহ, থানায় নিয়ে গেলেন মা

বগুড়া প্রতিনিধি

বগুড়ার কাহালু উপজেলায় এক বাঁশবাগান থেকে জিসান (১২) নামের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। পরে অটোরিকশাতে করে কিশোর ছেলের মরদেহ থানায় নিয়ে যান নিহত স্কুলছাত্রের মা। নিহত জিসানের মায়ের দাবি, তাঁর ছেলেকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করেছে কেউ। এদিকে প্রাথমিকভাবে মৃত্যুর কোনো কারণ জানাতে পারেনি পুলিশ। 

আজ শনিবার দুপুরে ওই উপজেলার বরংগাশনি গ্রামের বাঁশবাগানে ওই কিশোরের মরদেহ পাওয়া যায়। পরে বিকেলে সন্তানের মরদেহ অটোরিকশাতে নিয়ে কাহালু থানায় নিয়ে ছেলে হত্যার বিচার দাবি করেন তার মা নাসিমা বেগম। ১২ বছর জিসান বরংগাশনি গ্রামের দক্ষিণপাড়ার আব্দুর রহিমের ছেলে। সে বরংগাশনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। 

জিসানের মা নাসিমা বেগম জানান, শনিবার দুপুর একটা পর্যন্ত তাঁর ছেলে বাড়িতেই ছিল। এরপরে বাড়ি থেকে বের হয় জিসান। অনেক সময় পার হলেও সে বাড়িতে ফিরছিল না। পরে তাকে খুঁজতে বাড়ি থেকে তিনি নিজেই বের হন। এ সময় তিনি ওই বাঁশবাগানে যান। সেখানে একটি বাঁশের সঙ্গে গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় জিসানকে মাটিতে পড়ে থাকতে দেখেন তিনি। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমবার হোসেন জানান, জিসানের মরদেহ হেফাজতে নেওয়া হয়েছে। তার গলায় শুধু দড়ির প্যাঁচানোর দাগ আছে। প্রাথমিকভাবে এ ছাড়া তার শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহের ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। 

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী