হোম > সারা দেশ > রাজশাহী

বাঁশবাগানে কিশোর ছেলের মরদেহ, থানায় নিয়ে গেলেন মা

বগুড়া প্রতিনিধি

বগুড়ার কাহালু উপজেলায় এক বাঁশবাগান থেকে জিসান (১২) নামের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। পরে অটোরিকশাতে করে কিশোর ছেলের মরদেহ থানায় নিয়ে যান নিহত স্কুলছাত্রের মা। নিহত জিসানের মায়ের দাবি, তাঁর ছেলেকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করেছে কেউ। এদিকে প্রাথমিকভাবে মৃত্যুর কোনো কারণ জানাতে পারেনি পুলিশ। 

আজ শনিবার দুপুরে ওই উপজেলার বরংগাশনি গ্রামের বাঁশবাগানে ওই কিশোরের মরদেহ পাওয়া যায়। পরে বিকেলে সন্তানের মরদেহ অটোরিকশাতে নিয়ে কাহালু থানায় নিয়ে ছেলে হত্যার বিচার দাবি করেন তার মা নাসিমা বেগম। ১২ বছর জিসান বরংগাশনি গ্রামের দক্ষিণপাড়ার আব্দুর রহিমের ছেলে। সে বরংগাশনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। 

জিসানের মা নাসিমা বেগম জানান, শনিবার দুপুর একটা পর্যন্ত তাঁর ছেলে বাড়িতেই ছিল। এরপরে বাড়ি থেকে বের হয় জিসান। অনেক সময় পার হলেও সে বাড়িতে ফিরছিল না। পরে তাকে খুঁজতে বাড়ি থেকে তিনি নিজেই বের হন। এ সময় তিনি ওই বাঁশবাগানে যান। সেখানে একটি বাঁশের সঙ্গে গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় জিসানকে মাটিতে পড়ে থাকতে দেখেন তিনি। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমবার হোসেন জানান, জিসানের মরদেহ হেফাজতে নেওয়া হয়েছে। তার গলায় শুধু দড়ির প্যাঁচানোর দাগ আছে। প্রাথমিকভাবে এ ছাড়া তার শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহের ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। 

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার