হোম > সারা দেশ > রাজশাহী

জামায়াতের আমিরকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজশাহীতে শিবিরের বিক্ষোভ 

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির। আজ বুধবার সন্ধ্যায় নগরীর হড়গ্রাম এলাকায় রাজশাহী মহানগর ছাত্রশিবিরের পক্ষ থেকে মিছিলটি বের করা হয়। এতে শিবিরের কয়েক শ নেতা-কর্মী অংশ নেন।

বিক্ষোভ মিছিল থেকে সরকারবিরোধী নানা স্লোগান দেওয়া হয়। মিছিল শেষে সমাবেশ করেন শিবিরের নেতা-কর্মীরা। সমাবেশ চলাকালেই নগরীর রাজপাড়া থানার পুলিশের একটি দল সেখানে যায়।

ওই সময়ের একটি ভিডিওচিত্রে দেখা গেছে, শিবিরের এক নেতা বক্তব্য দিচ্ছেন এবং পাশে কয়েকজন পুলিশ সদস্য দাঁড়িয়ে আছেন।  ওই নেতা বলছেন, ‘প্রশাসনের ভাইদের বলছি, আপনাদের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই। আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ করছি।’ এরপর সমাবেশ শেষ করে নেতা-কর্মীরা চলে যান।

নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম সিদ্দিকুর রহমান জানান, মিছিল ও সমাবেশ করার ব্যাপারে শিবিরের অনুমতি ছিল না। আকস্মিকভাবে তারা একটা বিক্ষোভ মিছিল বের করে এবং সমাবেশ করে। পরে পুলিশ গেলে তারা সমাবেশ শেষ করে চলে যায়।

এর আগে গত ১৩ ডিসেম্বর নগরীর বোয়ালিয়া থানার উপশহর মোড় এলাকায় জামায়াত-শিবিরের বিক্ষোভ মিছিল পণ্ড করতে গেলে হামলার শিকার হয় পুলিশ।  মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয়। এতে দুই পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে।  গ্রেপ্তার করা হয়েছে জামায়াত-শিবিরের ছয় নেতা-কর্মীকে।

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা