হোম > সারা দেশ > রাজশাহী

জামায়াতের আমিরকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজশাহীতে শিবিরের বিক্ষোভ 

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির। আজ বুধবার সন্ধ্যায় নগরীর হড়গ্রাম এলাকায় রাজশাহী মহানগর ছাত্রশিবিরের পক্ষ থেকে মিছিলটি বের করা হয়। এতে শিবিরের কয়েক শ নেতা-কর্মী অংশ নেন।

বিক্ষোভ মিছিল থেকে সরকারবিরোধী নানা স্লোগান দেওয়া হয়। মিছিল শেষে সমাবেশ করেন শিবিরের নেতা-কর্মীরা। সমাবেশ চলাকালেই নগরীর রাজপাড়া থানার পুলিশের একটি দল সেখানে যায়।

ওই সময়ের একটি ভিডিওচিত্রে দেখা গেছে, শিবিরের এক নেতা বক্তব্য দিচ্ছেন এবং পাশে কয়েকজন পুলিশ সদস্য দাঁড়িয়ে আছেন।  ওই নেতা বলছেন, ‘প্রশাসনের ভাইদের বলছি, আপনাদের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই। আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ করছি।’ এরপর সমাবেশ শেষ করে নেতা-কর্মীরা চলে যান।

নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম সিদ্দিকুর রহমান জানান, মিছিল ও সমাবেশ করার ব্যাপারে শিবিরের অনুমতি ছিল না। আকস্মিকভাবে তারা একটা বিক্ষোভ মিছিল বের করে এবং সমাবেশ করে। পরে পুলিশ গেলে তারা সমাবেশ শেষ করে চলে যায়।

এর আগে গত ১৩ ডিসেম্বর নগরীর বোয়ালিয়া থানার উপশহর মোড় এলাকায় জামায়াত-শিবিরের বিক্ষোভ মিছিল পণ্ড করতে গেলে হামলার শিকার হয় পুলিশ।  মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয়। এতে দুই পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে।  গ্রেপ্তার করা হয়েছে জামায়াত-শিবিরের ছয় নেতা-কর্মীকে।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর