হোম > সারা দেশ > রাজশাহী

‘বঙ্গবন্ধু ২০ টাকা, নৌকা ২০ টাকা, জয় বাংলা ২০ টাকা’

রাবি প্রতিনিধি

পাঁচ বছর পর রাজশাহীতে আসছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর আগমন উপলক্ষে আওয়ামী লীগের অনুসারীদের ভিড় রাজশাহীতে। জনসভাস্থল ঐতিহাসিক মাদ্রাসা মাঠের পাশেই বঙ্গবন্ধু, নৌকা, প্রধানমন্ত্রী ও জয় বাংলা লেখা সংবলিত ব্যাজ বিক্রি করছেন কয়েকজন। তাঁরা হাঁক দিয়ে ডাকছেন, ‘বঙ্গবন্ধু ২০ টাকা, নৌকা ২০ টাকা, জয় বাংলা ২০ টাকা।’

লোগো বিক্রেতারা বলেন, রাজশাহী শহরে তাঁরা ৩০ জনের মতো এসব ব্যাজ বিক্রি করছেন। তাঁরা ঢাকা থেকে এসেছেন। সারা দেশে অনুষ্ঠিত বিভিন্ন জনসভা ও সমাবেশে তাঁরা এসব বিক্রি করে থাকেন।

মোহাম্মদ বেলাল হোসেন নামের এক ব্যাজ বিক্রেতা বলেন, ‘আমরা বিভিন্ন আকারের ব্যাজ বিক্রি করছি। ছোট আকারের ব্যাজ ২০ টাকা করে নিচ্ছি আর বড়গুলো ৩০ টাকা। আমি প্রায় ১০ বছর ধরে এই কাজ করছি। এ থেকে যা আয় হয় তাই দিয়ে আমার সংসার চলে।’

ব্যাজ কিনতে দোকানগুলোতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ভিড় দেখা গেছে। তবে ক্রেতাদের মধ্যে ব্যাজের দাম নিয়ে অসন্তোষ রয়েছে। দামের বিষয়ে বিক্রেতা বেলাল হোসেন বলেন, ‘আমাদের ব্যাজগুলো প্লাস্টিকের নয়, এগুলো দস্তার তৈরি। তাই দাম একটু বেশি। প্লাস্টিকের হলে ১০ টাকায় বিক্রি করলেও আমাদের লাভ হতো।’

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত