হোম > সারা দেশ > রাজশাহী

মিষ্টি খাওয়া নিয়ে বাগ্‌বিতণ্ডা, বাবার বাটামের আঘাতে যুবকের মৃত্যু

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জে মিষ্টি খাওয়াকে কেন্দ্র করে বাবার কাঠের বাটামের আঘাতে ফারাজ আলীর (২৫) মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে আহত ফারাজকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

ফারাজ আলী উপজেলার পিরব ইউনিয়নের বানিহার গ্রামের সোহরাব হোসেনের ছেলে। তিনি পেশায় অটোভ্যানচালক ছিলেন।

স্থানীয়রা জানান, ফারাজ আলীর সঙ্গে তাঁর বাবা সোহরাব হোসেন ও মা রুজিনা বেগমের সম্পর্ক ভালো ছিল না। গতকাল বুধবার দুপুরে ফারাজের ঘরে রাখা মিষ্টি খায় তাঁর ছোট ভাই উজ্জল হোসেন। এতে ফারাজ রাগ করে ছোট ভাইয়ের ওপর চড়াও হলে তাঁর মা ছুটে আসেন। এ সময় ফারাজ তাঁর মায়ের সঙ্গে বাগ্‌বিতণ্ডা জড়ান।

একপর্যায়ে ফারাজের বাবা সোহরাব আলী ঘটনাস্থলে এসে তাঁর মাথায় কাঠের বাটাম দিয়ে আঘাত করলে মাটিতে পড়ে যান। পরে তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসক ফারাজের অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেল (ঢামেক) হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন। পরে আজ বৃহস্পতিবার সকালে ঢামেকে নেওয়ার পথে মৃত্যু হয় ফারাজের।

শিবগঞ্জ-সোনাতলা সার্কেলের সহকারী পুলিশ সুপার তানভির হাসান বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত বাবা পলাতক আছেন। মরদেহ এলাকায় নিয়ে আসা হচ্ছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হবে। এই বিষয়ে মামলা দায়ের হবে।

বিএনপিপন্থী শিক্ষকের ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম