হোম > সারা দেশ > রাজশাহী

মিষ্টি খাওয়া নিয়ে বাগ্‌বিতণ্ডা, বাবার বাটামের আঘাতে যুবকের মৃত্যু

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জে মিষ্টি খাওয়াকে কেন্দ্র করে বাবার কাঠের বাটামের আঘাতে ফারাজ আলীর (২৫) মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে আহত ফারাজকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

ফারাজ আলী উপজেলার পিরব ইউনিয়নের বানিহার গ্রামের সোহরাব হোসেনের ছেলে। তিনি পেশায় অটোভ্যানচালক ছিলেন।

স্থানীয়রা জানান, ফারাজ আলীর সঙ্গে তাঁর বাবা সোহরাব হোসেন ও মা রুজিনা বেগমের সম্পর্ক ভালো ছিল না। গতকাল বুধবার দুপুরে ফারাজের ঘরে রাখা মিষ্টি খায় তাঁর ছোট ভাই উজ্জল হোসেন। এতে ফারাজ রাগ করে ছোট ভাইয়ের ওপর চড়াও হলে তাঁর মা ছুটে আসেন। এ সময় ফারাজ তাঁর মায়ের সঙ্গে বাগ্‌বিতণ্ডা জড়ান।

একপর্যায়ে ফারাজের বাবা সোহরাব আলী ঘটনাস্থলে এসে তাঁর মাথায় কাঠের বাটাম দিয়ে আঘাত করলে মাটিতে পড়ে যান। পরে তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসক ফারাজের অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেল (ঢামেক) হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন। পরে আজ বৃহস্পতিবার সকালে ঢামেকে নেওয়ার পথে মৃত্যু হয় ফারাজের।

শিবগঞ্জ-সোনাতলা সার্কেলের সহকারী পুলিশ সুপার তানভির হাসান বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত বাবা পলাতক আছেন। মরদেহ এলাকায় নিয়ে আসা হচ্ছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হবে। এই বিষয়ে মামলা দায়ের হবে।

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার