হোম > সারা দেশ > রাজশাহী

গৃহকর্মীর হাতে গৃহবধূ খুনের অভিযোগ

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে সাজেদা ইসলাম (৩৭) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বাড়ির গৃহকর্মী হত্যাকাণ্ড ঘটিয়ে বাড়িতে থাকা স্বর্ণ ও অর্থ লুট করে পালিয়েছে বলে অভিযোগ নিহতের স্বজনদের। গতকাল মঙ্গলবার বিকেলে জয়পুরহাট জেলা শহরের জানিয়ার বাগান এলাকায় ডা. পারভিন আখতারের ভবনে এ ঘটনা ঘটেছে। 

নিহত সাজেদা ইসলাম জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর গ্রামের হাফিজুলের স্ত্রী। 

নিহতের স্বজন, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত সাজেদা ইসলামের স্বামী হাফিজুল ঢাকায় থাকেন। তিনি সেখানে একটি কোম্পানিতে চাকরি করেন। তাঁদের বড় মেয়েও ঢাকায় থাকেন। আর সাজেদা ইসলাম তাঁর ছোট মেয়ে আরিফাকে নিয়ে ডাক্তার পারভিন আখতারের বাসায় ভাড়া থাকেন। প্রায় এক বছর যাবৎ তাঁরা ওই বাড়ির ভাড়াটিয়া হিসেবে রয়েছেন। দুই মেয়ের মধ্যে বড় মেয়ে ঢাকা বিশ্ববিদ্যায়ের আইইউ বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। আর ছোট মেয়ে জয়পুরহাট সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছেন।

আরিফা মঙ্গলবার এসএসসি পরীক্ষা দিতে যায়। এ সময় সাজেদা ইসলামকে বাসায় একা পেয়ে গৃহকর্মী ঘরে থাকা স্বর্ণ ও টাকা লুট করেন। বিষয়টি টের পাওয়ায় সাজেদা ইসলামকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে তাদের ধারণা। 

এদিকে, আরিফা এসএসসি পরীক্ষা শেষে বাসায় ফিরে ঘরে মায়ের রক্তাক্ত মরদেহ দেখতে পায়। পরে তার কান্নায় ও চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসে। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়। 

নিহতের ছোট মেয়ে আরিফা কান্নাকাটি করে বলে, ‘ওই কাজের বুয়াই আমার মাকে হত্যা করেছে। সোনা, টাকা লুট করে পালিয়েছে। আমি দ্রুত এর বিচার চাই। অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ 

এ বিষয়ে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তারে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’ 

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা