হোম > সারা দেশ > রাজশাহী

১ বছরের সাজা এড়াতে ১২ বছর পালিয়েও রক্ষা হয়নি

প্রতিনিধি (বগুড়া) শেরপুর  

১২ বছর আত্মগোপনে থাকার পর গ্রেপ্তার আলী হাসান। ছবি: সংগৃহীত

দীর্ঘ ১২ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি সাজাপ্রাপ্ত আলী হাসানের (৪৫)। গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রোববার গভীর রাতে তাঁকে দিনাজপুরের বিরল থেকে গ্রেপ্তার করে পুলিশ। আজ সোমবার তাঁকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়।

আলী হাসানের বাড়ি বগুড়া জেলার শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়নের লক্ষ্মীকোলা সেনপাড়া গ্রামে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০১৩ সালে একটি প্রতারণার একটি মামলায় আদালত তাঁকে ১ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করেন। রায় ঘোষণার পরই তিনি এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। এরপর ২০১৫ সালে আরও দুটি এবং ২০১৭ সালে একটি প্রতারণা মামলায় আলী হাসান আবার দণ্ডিত হন। সব মিলিয়ে মোট চারটি মামলায় তাঁর বিরুদ্ধে সাজা রয়েছে।

জানা গেছে, আত্মগোপনের পর তিনি দিনাজপুরের বিরল উপজেলায় এক ইউপি সদস্যের বাড়িতে বসবাস করতেন এবং আলু ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। দীর্ঘ অনুসন্ধান ও নজরদারির পর স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় রোববার দিবাগত রাত ৩টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নঈমুদ্দিন বলেন, ‘ডিজিটাল প্রযুক্তির সহায়তায় দীর্ঘদিন পলাতক থাকা আসামি আলী হাসানকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তিনি চারটি সাজাপ্রাপ্ত মামলার পলাতক আসামি ছিলেন।’

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব