হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহী সিটি করপোরেশনের বাজেট হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রস্তাবিত বাজেটে হাজার কোটির বেশি টাকা ঘোষণা করা হয়েছে। আজ বুধবার দুপুরে নগর ভবনে সংবাদ সম্মেলনে এই বাজেট ঘোষণা করেন সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। এ সময় ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত বাজেটও ঘোষণা করা হয়।

মেয়র জানান, ২০২২-২৩ অর্থবছরে বাজেটের লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ৭ কোটি ১৯ লাখ ৬৯ হাজার ৩২৩ টাকা ১১ পয়সা। সংশোধিত বাজেটে এর আকার নেমে আসে ৬১৮ কোটি ১১ লাখ ২ হাজার ২১০ টাকা ১৭ পয়সায়। এবার ২০২৩-২৪ অর্থবছরে আয় ও ব্যয় সমপরিমাণ ধরে ১ হাজার ১৫ কোটি ৩৪ লাখ ৭০ হাজার ১০০ টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে।

বাজেট ঘোষণার সময় সিটি মেয়র জানান, প্রতি পাঁচ বছর পর হোল্ডিং ট্যাক্স বাড়ানোর নিয়ম রয়েছে। কিন্তু রাজশাহী শহরে দীর্ঘ সময় হোল্ডিং ট্যাক্স বাড়ানো হয়নি। রাসিকের রাজস্ব আয় বাড়াতে এবার এটি চিন্তা করা হচ্ছে। পাশাপাশি যেসব বাড়ি এখনো সিটি করপোরেশনকে হোল্ডিং ট্যাক্স দেয় না সেগুলোকে চিহ্নিত করে ট্যাক্সের আওতায় আনা হবে।

এ সময় মেয়র রাজশাহীতে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। তিনি বলেন, ‘রাজশাহী এখন দেশের সেরা শহর। দেশ-বিদেশে এই শহরের সৌন্দর্যের কথা ছড়িয়ে পড়েছে। এটি আমরা ধরে রাখতে চাই।’ এর পাশাপাশি চিন্তাচেতনা ও পরামর্শ দিয়ে এই আধুনিক শহর বিনির্মাণে যারা সহায়তা করেছেন, তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সিটি মেয়র।

সংবাদ সম্মেলনে সিটি করপোরেশনের কর্মকর্তা, কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত