কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনের ধাক্কায় জমিলা বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় ঈশ্বরদী-ঢাকা রেল পথের আলোকদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ওই নারী উপজেলার আলোকদিয়ার গ্রামের সামছুল তালুকদারের স্ত্রী।
স্থানীয়রা জানান, জামিলা বেগম বিকেলে আলোকদিয়া এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় লালমনি এক্সপ্রেসে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে তাঁর পরিবারের সদস্যরা মরদেহ উদ্ধার করে।
জামতৈল রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুর রহমান বলেন, দুর্ঘটনার বিষয়ে কেউ আমাদের জানায়নি।