রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যু কিছুটা কমেছে। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালে ছয়জনের মৃত্যু হয়েছে।
রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মৃত ছয়জনের মধ্যে দুজন করোনা পজিটিভ ছিলেন। বাকি চারজন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। মৃতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের তিনজন, নাটোরের একজন, চুয়াডাঙ্গার একজন এবং রাজশাহীর একজন রোগী ছিলেন। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রসহ (আইসিইউ) বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মারা যান।
রোববার সকাল পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডগুলোতে ২৩৫ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩০ জন। হাসপাতালে করোনা ইউনিটে মোট শয্যার সংখ্যা ২৩২টি। করোনা রোগীদের জন্য শয্যা বাড়াতে এক নম্বর ওয়ার্ডে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে।
এর আগে গত ২৪ মে ১০ জন, ২৫ মে চারজন, ২৬ মে চারজন, ২৭ মে চারজন, ২৮ মে নয়জন, ৩০ মে সর্বোচ্চ ১২ জন, ৩১ মে চারজন, ১ জুন সাতজন, ২ জুন সাতজন এবং ৩ জুন নয়জন, ৪ জুন ১৬ জন, ৫ জুন আটজন মারা গেছেন।