হোম > সারা দেশ > রাজশাহী

স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণের মামলায় যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

গ্রেপ্তার যুবক শাহাদাৎ হোসেন ওরফে বুলবুল। ছবি: সংগৃহীত

রাজশাহীতে সপ্তম শ্রেণিপড়ুয়া এক স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে শাহাদাৎ হোসেন ওরফে বুলবুল (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। একই সঙ্গে ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করা হয়েছে।

গতকাল সোমবার রাতে রাজশাহী নগরের আলুপট্টি এলাকায় এই অভিযান চালায় র‍্যাব-৫-এর রাজশাহীর একটি দল। পর আজ মঙ্গলবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‍্যাব জানায়, গ্রেপ্তার যুবকের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার চাঁদপুর কাকড়ামারী গ্রামে। স্কুলে যাতায়াতের পথে সে ওই কিশোরীকে উত্ত্যক্ত করতেন। গত ২৫ জুন স্কুলে যাওয়ার সময় ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যান বুলবুল। পরে রাজশাহী নগরের টিকাপাড়া এলাকায় ভাড়া বাসায় নিয়ে ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করেন। এ নিয়ে চারঘাট থানায় মামলা করে ওই মেয়ের পরিবার।

মামলার পর থেকে ভুক্তভোগীকে উদ্ধারের পাশাপাশি অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা করছিল র‍্যাব। গতকাল সোমবার রাতে নগরের আলুপট্টি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় এবং ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার জন্য তাঁদের চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার