হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় নিখোঁজের ৪ দিন পর কিশোরের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, বগুড়া

বগুড়ার গাবতলীতে নিখোঁজের চার দিন পর আরিফুল ইসলাম আরিফ (১৩) নামের এক কিশোরের মরদেহ ধান খেতে থেকে উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। 

আরিফ গাবতলী উপজেলার পার রানীরপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে। সে ব্যাটারিচালিত অটোভ্যান চালাত। 

আরিফের বাবা আব্দুল জলিল জানান, তাঁর ছেলে শুক্রবার বিকেলে বাড়ি থেকে বের হয়। গ্রাম থেকে কয়েক কিলোমিটার দুরে দুর্গাহাটা গ্রামে আয়োজিত পালাগান দেখতে যাবে বলে বাড়িতে বলে যায়। এরপর থেকে আরিফ আর বাড়ি ফিরে আসেনি। 

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন সরকার জানান, গতকাল সোমবার আরিফের বাবা থানায় একটি জিডি করেন। জিডিতে তিনি উল্লেখ করেন গত শুক্রবার বিকেলের পর থেকে তাঁর ছেলেকে পাওয়া যাচ্ছে না। পুলিশ জিডির সূত্র ধরে তদন্ত করছিল। 

এর মধ্যে মঙ্গলবার স্থানীয়রা কাতলাহার বিলের কাছে ঘাস কাটতে গিয়ে ধান খেতে মরদেহের দেখতে পান। খবর পেয়ে পুলিশ সেখানে থেকে আরিফের মরদেহ পাওয়া যায়। পরে নিহতের বাবা আব্দুল জলিল তাঁর ছেলের মরদেহ শনাক্ত করেন। 

ওসি সনাতন সরকার আরও জানান, ধারণা করা হচ্ছে শুক্রবার রাতেই আরিফকে হত্যা করে মরদেহ ধানখেতে ফেলে রাখা হয়েছে। এ কারণে মরদেহ পচন ধরায় আগুনে পোড়া মনে হচ্ছে। 

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার

বাঘায় অস্ত্র, গুলিসহ যুবক আটক

রাজশাহীতে তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে