হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় নিখোঁজের ৪ দিন পর কিশোরের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, বগুড়া

বগুড়ার গাবতলীতে নিখোঁজের চার দিন পর আরিফুল ইসলাম আরিফ (১৩) নামের এক কিশোরের মরদেহ ধান খেতে থেকে উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। 

আরিফ গাবতলী উপজেলার পার রানীরপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে। সে ব্যাটারিচালিত অটোভ্যান চালাত। 

আরিফের বাবা আব্দুল জলিল জানান, তাঁর ছেলে শুক্রবার বিকেলে বাড়ি থেকে বের হয়। গ্রাম থেকে কয়েক কিলোমিটার দুরে দুর্গাহাটা গ্রামে আয়োজিত পালাগান দেখতে যাবে বলে বাড়িতে বলে যায়। এরপর থেকে আরিফ আর বাড়ি ফিরে আসেনি। 

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন সরকার জানান, গতকাল সোমবার আরিফের বাবা থানায় একটি জিডি করেন। জিডিতে তিনি উল্লেখ করেন গত শুক্রবার বিকেলের পর থেকে তাঁর ছেলেকে পাওয়া যাচ্ছে না। পুলিশ জিডির সূত্র ধরে তদন্ত করছিল। 

এর মধ্যে মঙ্গলবার স্থানীয়রা কাতলাহার বিলের কাছে ঘাস কাটতে গিয়ে ধান খেতে মরদেহের দেখতে পান। খবর পেয়ে পুলিশ সেখানে থেকে আরিফের মরদেহ পাওয়া যায়। পরে নিহতের বাবা আব্দুল জলিল তাঁর ছেলের মরদেহ শনাক্ত করেন। 

ওসি সনাতন সরকার আরও জানান, ধারণা করা হচ্ছে শুক্রবার রাতেই আরিফকে হত্যা করে মরদেহ ধানখেতে ফেলে রাখা হয়েছে। এ কারণে মরদেহ পচন ধরায় আগুনে পোড়া মনে হচ্ছে। 

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা