হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় নিখোঁজের ৪ দিন পর কিশোরের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, বগুড়া

বগুড়ার গাবতলীতে নিখোঁজের চার দিন পর আরিফুল ইসলাম আরিফ (১৩) নামের এক কিশোরের মরদেহ ধান খেতে থেকে উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। 

আরিফ গাবতলী উপজেলার পার রানীরপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে। সে ব্যাটারিচালিত অটোভ্যান চালাত। 

আরিফের বাবা আব্দুল জলিল জানান, তাঁর ছেলে শুক্রবার বিকেলে বাড়ি থেকে বের হয়। গ্রাম থেকে কয়েক কিলোমিটার দুরে দুর্গাহাটা গ্রামে আয়োজিত পালাগান দেখতে যাবে বলে বাড়িতে বলে যায়। এরপর থেকে আরিফ আর বাড়ি ফিরে আসেনি। 

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন সরকার জানান, গতকাল সোমবার আরিফের বাবা থানায় একটি জিডি করেন। জিডিতে তিনি উল্লেখ করেন গত শুক্রবার বিকেলের পর থেকে তাঁর ছেলেকে পাওয়া যাচ্ছে না। পুলিশ জিডির সূত্র ধরে তদন্ত করছিল। 

এর মধ্যে মঙ্গলবার স্থানীয়রা কাতলাহার বিলের কাছে ঘাস কাটতে গিয়ে ধান খেতে মরদেহের দেখতে পান। খবর পেয়ে পুলিশ সেখানে থেকে আরিফের মরদেহ পাওয়া যায়। পরে নিহতের বাবা আব্দুল জলিল তাঁর ছেলের মরদেহ শনাক্ত করেন। 

ওসি সনাতন সরকার আরও জানান, ধারণা করা হচ্ছে শুক্রবার রাতেই আরিফকে হত্যা করে মরদেহ ধানখেতে ফেলে রাখা হয়েছে। এ কারণে মরদেহ পচন ধরায় আগুনে পোড়া মনে হচ্ছে। 

সিরাজগঞ্জে অডিটরিয়ামের ওয়াশরুম থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন

গভীর নলকূপ খনন: বরেন্দ্রজুড়ে শত শত মৃত্যুকূপ

শিশু সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

আমার একটা কলিজা হারায় ফেলছি, বিচার চাই: সাজিদের বাবা

প্রাথমিকে শতভাগ বই, মাধ্যমিকে এল অর্ধেক