হোম > সারা দেশ > রাজশাহী

বাঘায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে স্কুলশিক্ষকের মৃত্যু

বাঘা (রাজশাহী) প্রতিনিধি 

রাজশাহীর বাঘায় নাসরিন আকতার নূপুর (৪২) নামের এক স্কুলশিক্ষক ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

নাসরিন আক্তার নূপুর উপজেলার দিঘা মাস্টারপাড়া গ্রামের জালাল উদ্দিন মাস্টারের স্ত্রী ও লালপুর উপজেলার বোয়ালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর স্বামী জালাল উদ্দিন। জালাল উদ্দিন দিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তাঁর পাঁচ বছরের ও তিন বছরের দুটি ছেলে রয়েছে। রোববার আছরের নামাজের পর তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জালাল উদ্দিন জানান, নাসরিন আকতার নূপুর গতকাল শনিবার রাত থেকে অসুস্থ হয়ে পড়েন। ডায়রিয়ার পাশাপাশি তিনি বমি করছিলেন। সকালে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল সাড়ে ১০টায় তিনি মারা যান।

এ বিষয়ে উপজেলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদ আহম্মেদ বলেন, ‘ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এক স্কুল শিক্ষিকা এসেছিলেন। তাঁর অবস্থা বেগতিক দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শুনেছি তিনি মারা গেছেন।’

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার