হোম > সারা দেশ > রাজশাহী

বাঘায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে স্কুলশিক্ষকের মৃত্যু

বাঘা (রাজশাহী) প্রতিনিধি 

রাজশাহীর বাঘায় নাসরিন আকতার নূপুর (৪২) নামের এক স্কুলশিক্ষক ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

নাসরিন আক্তার নূপুর উপজেলার দিঘা মাস্টারপাড়া গ্রামের জালাল উদ্দিন মাস্টারের স্ত্রী ও লালপুর উপজেলার বোয়ালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর স্বামী জালাল উদ্দিন। জালাল উদ্দিন দিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তাঁর পাঁচ বছরের ও তিন বছরের দুটি ছেলে রয়েছে। রোববার আছরের নামাজের পর তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জালাল উদ্দিন জানান, নাসরিন আকতার নূপুর গতকাল শনিবার রাত থেকে অসুস্থ হয়ে পড়েন। ডায়রিয়ার পাশাপাশি তিনি বমি করছিলেন। সকালে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল সাড়ে ১০টায় তিনি মারা যান।

এ বিষয়ে উপজেলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদ আহম্মেদ বলেন, ‘ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এক স্কুল শিক্ষিকা এসেছিলেন। তাঁর অবস্থা বেগতিক দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শুনেছি তিনি মারা গেছেন।’

সিরাজগঞ্জে অডিটরিয়ামের ওয়াশরুম থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন

গভীর নলকূপ খনন: বরেন্দ্রজুড়ে শত শত মৃত্যুকূপ

শিশু সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

আমার একটা কলিজা হারায় ফেলছি, বিচার চাই: সাজিদের বাবা

প্রাথমিকে শতভাগ বই, মাধ্যমিকে এল অর্ধেক