হোম > সারা দেশ > রাজশাহী

স্বাধীনতার শক্তিতে এগিয়ে যাবে বাংলাদেশ: খাদ্যমন্ত্রী

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি 

স্বাধীনতার শক্তিতেই বাংলাদেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। আজ শুক্রবার মহান বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে জাতির পিতার অবদান গোটা বিশ্বব্যাপী স্বীকৃত। বর্তমানে তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।’

খাদ্যমন্ত্রী আরও বলেন, ‘এ দেশের মানুষ যেভাবে জাতির পিতার আহ্বানে দেশ রক্ষায় ঝাঁপিয়ে পড়েছিল, তেমনি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেও স্বাধীনতাবিরোধী শক্তিকে মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে।’

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৫০ বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। স্মৃতিস্তম্ভে খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদারের পক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদ ও নির্বাহী অফিসার ফারুক সুফিয়ানের নেতৃত্বে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন, বিএনপি ও অঙ্গসংগঠন, জাতীয় পার্টি, উপজেলা প্রেসক্লাব, বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি পালন করে। বিভিন্ন সরকারি-বেসরকারি ও শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও আলোকসজ্জা করা হয়।

এদিকে দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চবিদ্যালয় মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর