পাবনার সদর উপজেলার টেবুনিয়া বাজার নামক স্থানে ড্রামট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের পর বাসচাপায় আরজু খাঁ (২৮) নামে একজন নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরজু খাঁ সদর উপজেলার গাছপাড়া গ্রামের মধু খাঁর ছেলে।
জানা যায়, পাবনা-ঈশ্বরদী মহাসড়কের টেবুনিয়া নামক স্থানে ড্রামট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলচালক আরজু খাঁ সড়কে ছিটকে পড়েন। পরে দ্রুতগামী একটি বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার সান্যাল এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনার পর ড্রামট্রাকটি জব্দ করা হয়। কিন্তু বাসের চালককে আটক করা সম্ভব হয়নি।
ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।