হোম > সারা দেশ > রাজশাহী

বাবাকে হত্যার মামলায় জামিনে বেরিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ, ফের কারাগারে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বাবাকে হত্যার মামলায় প্রায় ২০ মাস কারাভোগের পর জামিনে বেরিয়ে এসে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে মুরাদ আলী কারিগর (৪০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। 

আজ শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এদিন ভোরে রাজশাহীর পুঠিয়া বাসস্ট্যান্ড থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। 

গ্রেপ্তার মুরাদ রাজশাহীর চারঘাট উপজেলার তাঁতারপুর গ্রামের বাসিন্দা ও পেশায় একজন কৃষক। গত মঙ্গলবার থেকে থেকে তিনি পলাতক ছিলেন। 

জেলা পুলিশের মুখপাত্র বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। 

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, বাবা সাদেক আলীকে পিটিয়ে হত্যার অভিযোগে গত বছরের ১ ফেব্রুয়ারি গ্রেপ্তার হয়েছিলেন মুরাদ। মাসখানেক আগে তিনি জামিনে মুক্তি পান। জামিনে আসার পর থেকেই মুরাদ তাঁর স্ত্রী শিলা বেগমের পৈতৃকসূত্রে প্রাপ্ত ১০ কাঠা জমি বিক্রি করে সেই টাকা তাঁকে দিতে চাপ দিচ্ছিলেন। শিলা রাজি না হওয়ায় মঙ্গলবার রাতে মুরাদ আলী স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেন। এরপর মরদেহ ফেলে রেখে তিনি পালিয়ে যান। 

এ ঘটনায় শিলার ভাই দুলাল হোসেন বাদী হয়ে মুরাদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে মুরাদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ