হোম > সারা দেশ > রাজশাহী

বাবাকে হত্যার মামলায় জামিনে বেরিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ, ফের কারাগারে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বাবাকে হত্যার মামলায় প্রায় ২০ মাস কারাভোগের পর জামিনে বেরিয়ে এসে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে মুরাদ আলী কারিগর (৪০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। 

আজ শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এদিন ভোরে রাজশাহীর পুঠিয়া বাসস্ট্যান্ড থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। 

গ্রেপ্তার মুরাদ রাজশাহীর চারঘাট উপজেলার তাঁতারপুর গ্রামের বাসিন্দা ও পেশায় একজন কৃষক। গত মঙ্গলবার থেকে থেকে তিনি পলাতক ছিলেন। 

জেলা পুলিশের মুখপাত্র বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। 

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, বাবা সাদেক আলীকে পিটিয়ে হত্যার অভিযোগে গত বছরের ১ ফেব্রুয়ারি গ্রেপ্তার হয়েছিলেন মুরাদ। মাসখানেক আগে তিনি জামিনে মুক্তি পান। জামিনে আসার পর থেকেই মুরাদ তাঁর স্ত্রী শিলা বেগমের পৈতৃকসূত্রে প্রাপ্ত ১০ কাঠা জমি বিক্রি করে সেই টাকা তাঁকে দিতে চাপ দিচ্ছিলেন। শিলা রাজি না হওয়ায় মঙ্গলবার রাতে মুরাদ আলী স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেন। এরপর মরদেহ ফেলে রেখে তিনি পালিয়ে যান। 

এ ঘটনায় শিলার ভাই দুলাল হোসেন বাদী হয়ে মুরাদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে মুরাদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার