বগুড়া জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মতিউল ইসলাম মিন্টু মারা গেছেন। আজ বুধবার সকালে বগুড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। ৭০ বছর বয়সে তিনি মারা যান।
দলীয় সূত্র জানায়, মতিউল ইসলাম দীর্ঘদিন ধরেই শারীরিক জটিলতায় ভুগছিলেন। আজ সকাল ৭টার দিকে শামসুন্নাহার ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বাদ আসর শহরের জেলা স্কুল মাঠে জানাজা নামাজ শেষে নামাজগড় গোরস্থানে তাঁকে দাফন করা হয়।
জানাজা নামাজে আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, সহসভাপতি টি জামান নিকেতা, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন নবাব, দপ্তর সম্পাদক আল রাজি মাহমুদ জুয়েলসহ জেলা আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
মতিউল ইসলাম বাংলাদেশ আওয়ামী যুবলীগ, বগুড়া জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক, বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ছিলেন।