হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

মোখা মোকাবিলায় সিরাজগঞ্জে ছাত্রলীগের সমাবেশে সংঘর্ষ, আহত ১৭

সিরাজগঞ্জ ও বেলকুচি প্রতিনিধি

সিরাজগঞ্জের বেলকুচিতে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডল এবং বেলকুচি পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক সাজ্জাদুল হক রেজার সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ১৭ নেতা কর্মী আহত হয়েছেন।

আজ শনিবার বিকেলে বেলকুচি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে মোখা মোকাবিলায় ছাত্রলীগের সমাবেশে এই সংঘর্ষ হয়। সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন।

সংঘর্ষে আহতের মধ্যে রয়েছেন— এমপির ব্যক্তিগত সহকারী সেলিম সরকার, বেলকুচি পৌর আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক পাভেল শেখ, যুব মহিলা লীগের সভাপতি সুমা খাতুন, সাধারণ সম্পাদক শিরিন আক্তার, অর্থ সম্পাদক আন্না খাতুন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া মিলন, সাবেক শ্রমিকলীগ নেতা মোতালেব সরকার, সাবেক ছাত্রলীগ নেতা সিপন আহাম্মেদ, যুবলীগ নেতা রিপন বাবু, আওয়ামী লীগ নেতা আলমাসুর রহমান শিকদার, মনসুর আহাম্মেদ, সাব্বির হোসেন, নাবিন মন্ডল, আব্দুস সালাম, রতন, ওমর ফারুক, সাংবাদিক উজ্জ্বল অধিকারী ও আব্দুর রাজ্জাক বাবু। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মী সূত্রে জানা গেছে, গত ৩০ এপ্রিল বেলকুচি পৌর এলাকার সিরাজগঞ্জ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের দুই পাশে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডলের নামে লোহার কাঠামো টাঙানো ব্যানার ও তোরণ সরাতে এমপিকে নোটিশ দেন পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা।

এই নোটিশের প্রতিবাদে আজ শনিবার বিকেলে পৌর ছাত্রলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভার বিষয়টি জানতে পেরে পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা তাঁর সমর্থিত লোকজন নিয়ে সেখানে আসেন। পরে উভয় পক্ষের নেতা-কর্মীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই হামলার প্রতিবাদে এমপির সমর্থকেরা সড়কে বিক্ষোভ মিছিল করেন।

এ বিষয়ে বেলকুচি পৌর মেয়র ও উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক সাজ্জাদুল হক রেজা আজকের পত্রিকাকে বলেন, ‘বেলা ৩টার দিকে বেলকুচি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতা কর্মীদের নিয়ে চা চক্র ও রাজনৈতিক আলোচনা করছিলাম। এমন সময় এমপি আব্দুল মোমিন মণ্ডলের অনুসারীরা পরিকল্পিতভাবে পিএস সেলিমের নেতৃত্বে বেলকুচি থানার ওসির সহযোগিতায় আমাদের নেতা কর্মীর ওপরে সন্ত্রাসী হামলা চালায়।’

বেলকুচি পৌর ছাত্রলীগের সভাপতি আক্তার হামিদ আজকের পত্রিকাকে বলেন, ‘আজ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় ভূমিকা রাখা এবং স্থানীয় পৌর মেয়রের সামাজিক যোগাযোগ মাধ্যমে এমপির তোরণ নিয়ে অপপ্রচার চালানোর প্রতিবাদে শান্তিপূর্ণ সমাবেশের ডাক দেয় পৌর ছাত্রলীগ। কিন্তু সমাবেশ শুরুর আগেই মেয়র রেজা ও তাঁর সমর্থকেরা আওয়ামী লীগের কার্যালয়ে এসে নেতা–কর্মীদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। তাতে বেশ কিছু নেতা–কর্মী আহত হন।’

বেলকুচি পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাকিম মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘বেলকুচি পৌরসভার মেয়র ও সাবেক যুবলীগ নেতা সাজ্জাদুল হক রেজার নেতৃত্বে হামলার ঘটনা ঘটেছে। হামলায় এমপির ব্যক্তিগত সহকারী সেলিম রেজাসহ বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন। এই হামলার দায় পুরোটাই পৌর মেয়র রেজার।’

বেলকুচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পরিস্থিত শান্ত রয়েছে।’

শিশু সাজিদের মৃত্যু: মামলা করবে না পরিবার, ডিসি বললেন মামলা হবে

ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর করে টাকা লুটের অভিযোগ

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির মামলায় ছাত্রদল নেতা কারাগারে

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২১ ডিসেম্বর

সিরাজগঞ্জে অডিটরিয়ামের ওয়াশরুম থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন