রাজশাহীতে শিশুসন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ মামলার আসামি আরিফুজ্জামান আরিফকে (৩৪) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শুক্রবার রাতে জেলার গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ী বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আরিফ উপজেলার সিঅ্যান্ডবি আচুয়া তালতলা এলাকার বাসিন্দা।
আজ শনিবার সকালে পাঠানো এক বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য জানায়। র্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩১ আগস্ট সন্ধ্যায় রাজশাহী নগরীর রাজপাড়া থানার বসুয়া আলীর মোড়ে ভিকটিমের ভাড়া বাসায় যান আরিফ। এ সময় ভিকটিমকে একা পেয়ে তাঁকে ধর্ষণের চেষ্টা চালান। তাতে রাজি না হওয়ায় আরিফ ভিকটিমের আড়াই বছর বয়সী সন্তানকে হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করেন।
এ বিষয়ে কাউকে জানালে হত্যার হুমকি দিয়ে চলে যান আরিফ। রাতে ভিকটিমের স্বামী বাড়ি ফিরলে তিনি বিষয়টি খুলে বলেন। এরপর ওই গৃহবধূকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ভিকটিম নিজেই বাদী হয়ে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় ধর্ষণের মামলা করেন।
র্যাব জানায়, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র্যাব এ ঘটনার ছায়া তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫-এর রাজশাহীর একটি দল অভিযান চালিয়ে আরিফকে গ্রেপ্তার করে।