হোম > সারা দেশ > রাজশাহী

‘মব জাস্টিস’ বন্ধের দাবিতে রাবিতে মানববন্ধন

রাবি প্রতিনিধি

দেশের একাধিক স্থানে ঘটে যাওয়া ‘মব জাস্টিস’ বন্ধের দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। অবিলম্বে এসব কর্মকাণ্ড বন্ধের দাবি জানান তাঁরা। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানানো হয়। 

মানববন্ধনে সংগঠনের উপদেষ্টা ও আইন বিভাগের অধ্যাপক শাহিন জোহরা বলেন, মব জাস্টিস আইনবহির্ভূত হত্যাকাণ্ড। দেশে আইন আছে। কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে আইনি প্রক্রিয়ায় তার বিচার হওয়া দরকার। কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া খুবই দুঃখজনক। বৈষম্যের বিরুদ্ধে সাম্যের যে লড়াই, মব জাস্টিস সেটা পুরোপুরি ব্যর্থ করে দিতে পারে। সাম্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য অবশ্যই মব জাস্টিস পরিহার করতে হবে। 

স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী সজীব বলেন, বর্তমানে মব জাস্টিস একটি নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। মব জাস্টিস মানবাধিকারের লঙ্ঘন। একজন মানুষকে আইনের আওতায় আনার জন্য পূর্ণ সুযোগ-সুবিধা রয়েছে। আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। এ সময় এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান সমাবেশ সঞ্চালনা করেন। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর