হোম > সারা দেশ > রাজশাহী

‘মব জাস্টিস’ বন্ধের দাবিতে রাবিতে মানববন্ধন

রাবি প্রতিনিধি

দেশের একাধিক স্থানে ঘটে যাওয়া ‘মব জাস্টিস’ বন্ধের দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। অবিলম্বে এসব কর্মকাণ্ড বন্ধের দাবি জানান তাঁরা। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানানো হয়। 

মানববন্ধনে সংগঠনের উপদেষ্টা ও আইন বিভাগের অধ্যাপক শাহিন জোহরা বলেন, মব জাস্টিস আইনবহির্ভূত হত্যাকাণ্ড। দেশে আইন আছে। কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে আইনি প্রক্রিয়ায় তার বিচার হওয়া দরকার। কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া খুবই দুঃখজনক। বৈষম্যের বিরুদ্ধে সাম্যের যে লড়াই, মব জাস্টিস সেটা পুরোপুরি ব্যর্থ করে দিতে পারে। সাম্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য অবশ্যই মব জাস্টিস পরিহার করতে হবে। 

স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী সজীব বলেন, বর্তমানে মব জাস্টিস একটি নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। মব জাস্টিস মানবাধিকারের লঙ্ঘন। একজন মানুষকে আইনের আওতায় আনার জন্য পূর্ণ সুযোগ-সুবিধা রয়েছে। আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। এ সময় এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান সমাবেশ সঞ্চালনা করেন। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা