হোম > সারা দেশ > রাজশাহী

নওগাঁয় গৃহবধূর আপত্তিকর ভিডিও, যুবক গ্রেপ্তার 

রানীনগর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর রাণীনগরে গৃহবধূর আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে রাসেল আহম্মেদ (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে। 

এর আগে বুধবার রাতে ভুক্তভোগী বাদী হয়ে থানায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করেন। 

গ্রেপ্তার রাসেল আহম্মেদ উপজেলার কাটরাসিন গ্রামের বাসিন্দা। 

জানা গেছে, উপজেলার প্রত্যন্ত অঞ্চলে প্রবাসীর স্ত্রীর (৩০) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন রাসেল। এরপর মোবাইল ফোনের ইমোতে ভিডিও কলে কথা বলার একপর্যায়ে নানান অশ্লীল ভিডিও ধারণ করেন। 

ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিলে রাসেলের সঙ্গে সম্পর্ক ত্যাগ করেন তিনি। এরপর রাসেল ধারণকৃত ভিডিও গৃহবধূর আত্মীয়স্বজনসহ বিভিন্নজনের ইমোতে ছড়িয়ে দেন। 

এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে গতকাল রাতে থানায় মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ রাতেই রাসেলকে গ্রেপ্তার করে। 

রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদি মাসুদ আজকের পত্রিকাকে বলেন, ‘গৃহবধূর অশ্লীল ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার অভিযোগে পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।’

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২