চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আব্দুল আলিম (৫০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার সকালে উপজেলার কানসাট গোপালনগর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি কানসাট গোপালনগর এলাকার মৃত কামরুদ্দীনের ছেলে।
পুলিশ জানায়, সকালে পরিবারের সদস্যদের অগোচরে নিজ শয়ন কক্ষের বাঁশের আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন আবদুল আলিম। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি বলেন, মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।