হোম > সারা দেশ > রাজশাহী

চারঘাটে পুলিশ কোপানো মামলায় একজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর চারঘাটে দুই পুলিশ সদস্যকে কোপানোর মামলায় একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল রোববার মধ্যরাতে রাজশাহীর চককাপাশিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। 

গ্রেপ্তার আসামি আরিফ ইসলাম (৩২), তিনি চারঘাটের ইউসূফপুর কান্দিপাড়া গ্রামের বাসিন্দা। 

রাজশাহী র‍্যাব-৫ গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

র‍্যাব জানায়, চারঘাটের ওই ঘটনার পর থেকে আরিফ আত্মগোপনে ছিলেন। পরে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে দেখা করতে আসার খবর পেয়ে র‍্যাব সদস্যরা এই বাড়িতে অভিযান চালান। গ্রেপ্তারের সময় আরিফের বিছানার ভেতর থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। 

আরিফকে গ্রেপ্তারের পর কাটাখালী থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব বাদী হয়ে তাঁর বিরুদ্ধে কাটাখালী থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছে। তাঁকে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই মামলায় গ্রেপ্তার দেখানো হবে। 

এর আগে ২৯ নভেম্বর রাজশাহী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ চারঘাটের ইউসুফপুর গ্রামে অভিযান চালায়। এ সময় ১৭০ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। তখন আরিফসহ কয়েকজন এসে পুলিশের ওপর হামলা করেন। দুই পুলিশ সদস্যকে কুপিয়ে তাঁরা হাতকড়া লাগানো দুই আসামি ছিনতাই করে নিয়ে যান। এ নিয়ে সেদিন পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়।

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার

বাঘায় অস্ত্র, গুলিসহ যুবক আটক

রাজশাহীতে তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে

রাজশাহীর ৬ আসন: দুই দলের ৮ প্রার্থীর ভরসা ধারের টাকা

গাড়িতে মিলল ৩৭ লাখ টাকা, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

রাজশাহীতে ৯ স্বতন্ত্র প্রার্থীর সবার মনোনয়নপত্র বাতিল

র‍্যাব পরিচয়ে কম্বল বিতরণের কথা বলে ৫ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

সিরাজগঞ্জে ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যুবককে নির্যাতন করে হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

‘ত্রুটিপূর্ণ হলফনামা’ দিয়েও বৈধ হলেন বিএনপির প্রার্থী