হোম > সারা দেশ > রাজশাহী

চারঘাটে পুলিশ কোপানো মামলায় একজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর চারঘাটে দুই পুলিশ সদস্যকে কোপানোর মামলায় একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল রোববার মধ্যরাতে রাজশাহীর চককাপাশিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। 

গ্রেপ্তার আসামি আরিফ ইসলাম (৩২), তিনি চারঘাটের ইউসূফপুর কান্দিপাড়া গ্রামের বাসিন্দা। 

রাজশাহী র‍্যাব-৫ গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

র‍্যাব জানায়, চারঘাটের ওই ঘটনার পর থেকে আরিফ আত্মগোপনে ছিলেন। পরে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে দেখা করতে আসার খবর পেয়ে র‍্যাব সদস্যরা এই বাড়িতে অভিযান চালান। গ্রেপ্তারের সময় আরিফের বিছানার ভেতর থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। 

আরিফকে গ্রেপ্তারের পর কাটাখালী থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব বাদী হয়ে তাঁর বিরুদ্ধে কাটাখালী থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছে। তাঁকে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই মামলায় গ্রেপ্তার দেখানো হবে। 

এর আগে ২৯ নভেম্বর রাজশাহী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ চারঘাটের ইউসুফপুর গ্রামে অভিযান চালায়। এ সময় ১৭০ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। তখন আরিফসহ কয়েকজন এসে পুলিশের ওপর হামলা করেন। দুই পুলিশ সদস্যকে কুপিয়ে তাঁরা হাতকড়া লাগানো দুই আসামি ছিনতাই করে নিয়ে যান। এ নিয়ে সেদিন পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়।

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা